ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

রাজউকের যান্ত্রিক সহকারী জাকির হোসেনের অবৈধ সম্পদের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৫,  9:37 AM

news image

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নিম্নপদস্থ কর্মচারী, যান্ত্রিক সহকারী জাকির হোসেন সম্প্রতি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা এই ব্যক্তির হঠাৎ বিত্তবৈভবের মালিক হওয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্বস্ত সূত্র অনুযায়ী, জাকির হোসেন এবং তার পরিবারের নামে ও বেনামে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট, একাধিক বহুতল ভবন, ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার পরিবহন ব্যবসা, স্বর্ণালঙ্কার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। তার স্ত্রীর নামে মালিবাগ বাজার রোড এবং ডিবিএল হাসনা হেনা গার্ডেন এলাকায় দুটি অভিজাত ফ্ল্যাট আছে। এছাড়া মধ্য বাসাবো এলাকায় একটি চারতলা বাড়িও রয়েছে, যা একজন যান্ত্রিক সহকারীর সীমিত আয়ের সঙ্গে সরাসরি অসঙ্গতিপূর্ণ। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় তার কোটি টাকা মূল্যের জমির মালিকানার উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তার স্ত্রী মনিরা আক্তারের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে শত কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

বিশেষ সূত্র থেকে আরও জানা যায়, জাকির হোসেন একটি দুর্নীতিবাজ চক্রের অন্যতম প্রধান সদস্য ছিলেন। আলোচিত ব্যক্তি "গোল্ডেন মনির"-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তার নাম এসেছে। মনিরের বাসায় অভিযান পরিচালনার আগে তার বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ জাকির হোসেনের বাসায় সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুসারে, পরবর্তীতে সেই অর্থ ও স্বর্ণের একটি বড় অংশ জাকির হোসেন ও তার স্ত্রী আত্মসাৎ করেন।

এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের মুখে জাকির হোসেন প্রথমে মধ্য বাসাবোর বাড়ির কাগজপত্র নিয়ে দেখা করতে বললেও, পরবর্তীতে স্ত্রীর নামে ফ্ল্যাট ও গাড়ি সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি ফোন রেখে দেন। এই ধরনের বিতর্কিত ও সন্দেহজনক সম্পদের উৎস সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান