ঢাকা ১৪ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ

#

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৫,  3:31 PM

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব দেশের তুলনায় কিছুটা ব্যতিক্রম হয়েই মাঠে নামতে চলেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের এই বৈশ্বিক টুর্নামেন্টের আগে বাকি ৭ দলই খেলেছে ওয়ানডে সিরিজ। পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা তো নিজেদের মাঝে ত্রিদেশীয় সিরিজই খেলে ফেলেছিল। সেই প্রস্তুতির ফলও নিউজিল্যান্ড পেয়েছে প্রথম ম্যাচে। 

কিন্তু সে তুলনায় বাংলাদেশ প্রস্তুতি যেন কিছুটা সাদামাটাই। ৭ই ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল শেষ করেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে ফরম্যাটের ভিন্নতা নিয়েই প্রশ্ন শুনতে হলো বাংলাদেশের সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের আগে আইসিসির সঙ্গে আলাপকালে মিরাজ জানালেন, ফরম্যাটের বদল হলেও এই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী পুরো দল। জাতীয় দলের এই তারকা জানান, ‘আমাদের দেশে অনুশীলন ভালো হয়েছে। বিপিএলে আমাদের ছেলেরা ভালো সময় পার করেছে। ব্যাটিং ভাল ছিল। বল হাতেও ভাল কিছু ছিল। আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাস আছে।’ 

নিজের কাঁধে সহ-অধিনায়কের দায়িত্ব নিয়ে বাড়তি ভাবনা নেই মিরাজের। বরং পুরো দলেরই দায়িত্ব নিয়ে খেলার পক্ষে তিনি, ‘এমন টুর্নামেন্টে আমাদের সবারই একটা বাড়তি দায়িত্ব থাকবে। আমরা এই কন্ডিশনে ভালো খেলার জন্য মুখিয়ে আছি। হ্যাঁ। কাজটা কঠিন তবে আমরা আত্মবিশ্বাসী।’ 

ভারতের বিপক্ষে ম্যাচেও ভালো করার ব্যাপারে আশাবাদী মিরাজ। দলের সহ-অধিনায়ক বিশ্বাস করেন দল হিসেবে ভালো কিছু করা সম্ভব বাংলাদেশের, 'তারা (ভারত) খুবই ভালো একটা দল। আমরা দল হিসেবে বেশ অভিজ্ঞ। আমাদের এমন কিছু খেলোয়াড় আছে যারা অনেকগুলো দিন ধরেই খেলে যাচ্ছে। আমরা খুবই মুখিয়ে আছি। আমরা যদি ঠিকঠাক পারফর্ম করি ম্যাচ বের করে আনা সম্ভব।' 

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল