ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা গোল্ডকাপ বালিকা অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

১০ ডিসেম্বর, ২০২১,  12:34 AM

news image

বৃহস্পতিবার  বিকাল ৩ টায়  রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে । উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি।


প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন,  তাঁর সরকার খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণের সুবিধা দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে, কারণ তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশের বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো। বিকেএসপি প্রত্যেকটি বিভাগে আমরা করবো।’


তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আরো দুটির অনুমোদন দেওয়া হয়ে গেছে বাকীগুলোও আমরা করে দেব। যাতে করে সেখানে খেলাধূলার বিষয়ে আমাদের ছেলে-মেয়েরা ভাল প্রশিক্ষণ নিতে পারে সে ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি।’ 


তিনি বলেন,  আমরা অসুস্থ ও অস্বচ্ছল ক্রীড়াসেবীদের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে করোনার মধ্যেও ১০ কোটি টাকার সীডমানি প্রদান করেছি  এবং অচিরেই ক্রীড়াসেবীদের কল্যানে আরও ২০ কোটি টাকা প্রদান করা হবে। 

তিনি আরও বলেন,  আমরা চাই ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যসব ক্রীড়াক্ষেত্রেও আমাদের ছেলেমেয়েরা ভালো করুক। অন্য ইভেন্টগুলোতেও বাংলাদেশ যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে - সেজন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্রীড়া উন্নয়নে আমাদের সহযোগিতা চলমান থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এ আয়োজন ক্ষুদে ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়েছে।  আয়োজনটিতে করোনাকালীন সময়েও উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার ৫৫২ জন খেলোয়াড় অংশ নিয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এ টুর্নামেন্টসমূহ থেকে প্রতিভাবান ৪০ জন বালক ও ৪০ জন বালিকা খেলোয়াড়দের নিয়ে বিকেএসপিতে ৩ মাসের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে এবং তাদের মধ্য হতে সেরা ১১ জন বালক খেলোয়াড়কে ব্রাজিলে এবং সেরা ১১ জন বালিকা খেলোয়াড়কে ইউরোপে ১ মাসের উচ্চতর প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে। সরকার ইতোপূর্বেও এই টুর্নামেন্টের সেরা ৪ জন খেলোয়াড়কে ২০১৯ সালে ব্রাজিলের ঐতিয্যবাহী গামা ক্লাবে  উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং ৪২ জন খেলোয়াড়কে বিকেএসপিতে তিন মাস মেয়াদি উন্নত প্রশিক্ষণ প্রদান করেছে। 


বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল বালক টুর্নামেন্টে (অনুর্ধ ১৭)  ২০২১ এ ট্রাইব্রেকারে  ৩-১ গোলে রাজশাহী বিভাগকে হারিয়ে সিলেট বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে । বালকদের টুর্নামেন্টে  সেরা খেলোয়াড় সিলেট বিভাগের  আসাদ উদ্দিন, সর্বোচ্চ গোলদাতা সিলেট বিভাগের অনিকদেব বর্মা ও রাজশাহী বিভাগের হাবিবুর রহমান। 


বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল বালিকা টুর্নামেন্টে (অনুর্ধ ১৭)  ২০২১ এ ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বালিকাদের টুর্নামেন্টে সেরা খেলোয়াড় রংপুরের শাম্মি আকতার,  সর্বোচ্চ গোলদাতা রংপুরের  নাসরিন ও খুলনা বিভাগের সন্ধ্যা। চ্যাম্পিয়ন দল দুটি ৩ লাখ টাকা ও স্বর্ন পদক এবং রানারআপ ২ লাখ টাকা ও রৌপ্য পদক অর্জন করে।  মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পকিত স্হায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন,  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ব্রাজিলের রাষ্ট্রদূত Joao Tabajara de Oliveira ,  ক্রীড়া পরিদপ্তরের পরিচালকসহ মন্ত্রণালয়ে উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান