ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৫,  3:46 PM

news image




রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী কাচামালের আড়ৎ এর একাংশ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৫ জুলাই ২৫) সকাল ১০ টায় শাহ্আলী বাগদাদী মাজার শরিফের পিছনে শহিদ বুদ্ধিজীবী কবর স্থান গেট সংলগ্নে 'সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


জানা গেছে, মিরপুরের ঐতিহ্যবাহী কাচামালের আড়ৎ ঢাকা শহরে অতিমাত্রায় সু-পরিচিত। উক্ত আড়ৎ ব্যবসায়ে-রত সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ যাহার গভঃ রেজী: নং-০০১১২/২৩ এর সদস্যগণ দীর্ঘদিন যাবত শান্তিপূর্নভাবে দেশীয় ফল ফলাদি মরিচ, পিয়াজ, আদা, রসুন, আলুর আড়ৎদারী করে আসছে। উক্ত আড়ৎ এর ভূমি যথাযথভাবে মাজার কর্তৃপক্ষ কর্তৃক নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে উচিৎ বাজার দর অনুযায়ী চুক্তিবদ্ধ হয়ে বরাদ্দপত্র মোতাবেক ব্যবসা করে প্রতিদিন ধার্য্যকৃত মাটি ভাড়া রশিদ মূলে জমা দান করে আসছে। গত ১৭/০৭/২০২৫ ইং তাং জেলা প্রশাসক ঢাকার স্বাক্ষর যুক্ত সাদা কাগজে সিল সাপ্পর ব্যাতিত কাগজে লিখে গণ বিজ্ঞপ্তি টানিয়ে মাজার কর্তৃক মাইকিং করে বিজ্ঞপ্তিতে দিনক্ষন উল্লেখ না করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। উক্ত নোটিশ পেয়ে সমিতির পক্ষে কোষাধ্যক্ষ মোঃ সেন্টু বিজ্ঞ ১ম সহ: জজ আদালত ঢাকা, দেওয়ানী মোকদ্দমা নং ২৬৯/২৫ দায়ের করে, তাং-২২/০৭/২০২৫ ইং যাহা নিষেধাজ্ঞার মামলা। উক্ত মামলা চলমান অবস্থায় যাতে ব্যবসায়ীদের কোন উচ্ছেদ ও হয়রানী করতে না পারে সে লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ করেন।


উক্ত মানববন্ধন ও বিক্ষোভে সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল কাদের রিপনের সভাপতিত্বে ও আড়ৎদার ব্যবসায়ী এনামুল হক মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক এখলাছ, কোষাধ্যক্ষ সেন্টু, তপন ভুইয়া,  আকতার, আনোয়ার, মিন্টুসহ ব্যাবসায়িক ও আড়ৎদারগন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান