ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

সৌদিতে ভিসা সহজীকরণে সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২১,  2:12 AM

news image



বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরা ও ভিজিট ভিসা সহজীকরণে উজবেকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসেফ সালেহ আল গাহরাহ আল ওতাইবির সহযোগিতা চেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) উজবেকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত তাসখন্দের বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে আসেন। এ সময় রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এ সহায়তা চান।

তাসখন্দের বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের রেকর্ড অনুযায়ী এটি প্রথমবারের মতো কোনো সৌদি রাষ্ট্রদূতের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন। দুই রাষ্ট্রদূতের আলাপকালে বাংলাদেশের রাষ্ট্রদূত ওমরা ও ভিজিট ভিসা সহজীকরণের বিষয়ে আলাপ করেন। এ ক্ষেত্রে বাধাগুলো সহজীকরণে সৌদি রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন। জবাবে সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শনের সময় সৌদি রাষ্ট্রদূত বিভিন্ন অর্থনৈতিক সূচকে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতিতে বিশেষ আগ্রহ দেখান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত জাহাঙ্গীর সৌদির সঙ্গে বাংলাদেশের নিবিড় সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন এবং দুই মুসলিম দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত তাদের নিজ ভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সৌদি আরবের সক্রিয় সহযোগিতা ও সাহায্য কামনা করেন। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাসে স্থাপিত জেনোসাইড কর্নার ও বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন এবং দূতাবাসের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।


logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান