তানোর বাসিকে ময়না চেয়ারম্যানের ইংরেজি নববর্ষের-২০২২ শুভেচ্ছা
০১ জানুয়ারি, ২০২২, 2:09 PM
০১ জানুয়ারি, ২০২২, 2:09 PM
তানোর বাসিকে ময়না চেয়ারম্যানের ইংরেজি নববর্ষের-২০২২ শুভেচ্ছা
রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাংসদ প্রতিনিধি, জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না, সন্মানিত সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির পক্ষ থেকে-২০২১ইং সালকে বিদায় জানিয়ে-২০২২ইং সালকে স্বাগত জানানোর মধ্য দিয়ে তানোর উপজেলার সর্বস্তরের জনগণকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন; বিজয়ের মাস পেরিয়ে ইংরেজি-২০২১ সালকে বিদায় জানিয়ে নতুন করে করোনামুক্ত আগামীর সুস্থ, সুন্দর, স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশা রেখে সবাইকে জানাই-২০২২ইং' ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন!
নতুন শপথে নতুন বছর হউক নতুন করে চলার অঙ্গীকার।
আগামীর দিনগুলো আমাদের জন্য হউক সুখি-সমৃদ্ধ, শান্তিময় ও নিরাপদ। মানুষ-মানুষে ভালবাসার বন্ধন হউক আবদ্ধ। স্বাভাবিক জীবনের ছন্দে বাংলাদেশসহ গোটা পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক স্বস্তির-দীপ্তিময় ও নির্মল সুখ ও আনন্দের।
তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন; বিদায় বেদনার হলেও ইংরেজি-২০২২ইং নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। সকল ভেদাভেদ ভুলে নতুন বছর কাটুক অনাবিল আনন্দে, সবাইকে আবারও জানাই ইংরেজি-২০২২ইং নববর্ষের অনাবিল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।