ঢাকা ১১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
'দলীয় ক্ষমতার ছায়ায়' কুলাউড়ার ত্রাস উজ্জ্বল কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের ধূসর আম্পানের প্রকল্প পরিচালক রফিকুল হাসান দুদুকে মামলা থাকা সত্ত্বেও এখনো বহাল তবিয়তে দুদকের মামলার পরেও রেলের কর্মকর্তাদের পদোন্নতি অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মগরাহাট পশ্চিমের বিধায়কের অভিযোগ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে জুয়া সাট্টা মদের কারবার

#

৩০ ডিসেম্বর, ২০২১,  7:54 PM

news image

পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলে কিছু দিন আগে এক যুব সভাপতি খুন হয়ে যায় দুস্কৃতিকারীদের গুলিতে। এবং সেই গুলি কান্ডের জের না থামতে থামতে ফের জাকিয়ে বসেছে উত্তর কুসুম অঞ্চলে গাজা ও মদের কারবার এবং জুয়ার খেলার আসর। গতকাল থেকে উত্তর কুসুম অঞ্চলের বরিজপুর ও কানপুর যাবার মেন রাস্তার পাশে বসেছে একটি মেলা। এবং এই মেলায় অংশ নিয়েছেন জুয়ার কারবারি থেকে শুরু করে গাজা এবং মদের কারবার। এই মেলা পরিচালনা করেছেন স্হানীয় কিছু মগরাহাট পশ্চিমের বিধায়কের ঘনিষ্ঠ তৃনমূল দলের কর্মী। কিন্তু কিছু দিন আগে মগরাহাট পশ্চিম থেকে মদ ও জুয়া এবং গাজা ও সাট্টার ঠেক উঠাতে রিতিমত ডায়মন্ডহারবারের জেলা পুলিশ সুপার এবং এস ডি পি ও ডায়মন্ডহারবার এবং উস্হি থানার ওসি র কাছে ডেপুটেশন দেন মগরাহাট পশ্চিমের বিধায়ক ও সাবেক পশ্চিম বাংলার মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী জনাব গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে। সেই ডেপুটেশনে ভাগ নেন মগরাহাট পশ্চিমের দুই জেলা পরিষদ সদস্য জনাব মুজিবুর রহমান মোল্লা ও শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ এবং তৃনমূল দলের স্হানীয় নেতা ও কর্মীরা। সব ঠিক ঠাক চলছিল। কিন্তু কিছু দিন আগে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের যুব নেতা জনাব সুজাউদ্দিন গাজীর মৃত্যুর পর পরিস্তিতি পাল্টে যায়। এবং উত্তর কুসুম অঞ্চলের অন্তর্গত তালপুকুর ধারে একটি মেলায় চলছে রমরমিয়ে সাট্টার ঠেক ও গাজা এবং মদের কারবার। কিন্তু সব কিছু করছে স্হানীয় এক তৃনমূল দলের নেত্রী ও জেলা পরিষদ সদস্যোর ঘনিষ্ঠ নেতা ও কর্মীরা। এবং এদের বেশি ভাগ স্হানীয় বিধায়কের ঘনিষ্ঠ বলে জানিয়েছেন উত্তর কুসুম অঞ্চলের তালপুকুর ধারের স্হানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা ফের যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাদের দাবি এমন ভাবে চলতে থাকলে এই এলাকার আইন ও শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। তাই তাদের দাবি অবিলম্বে ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও উস্হি থানার ওসি এই অসামাজিক কাজকর্ম বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। নতুবা যুব তৃনমূল দলের নেতা সুজাউদ্দিন গাজীর মতো বহু মানুষ ক্ষয়ক্ষতি র স্বীকার হতে হবে। 

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান