ঢাকা ১৪ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

উজিরপুর জমি দখলে বাধা দেওয়ায় একই পরিবারে ৫ জন হাসপাতালে আদালতে মামলা!

#

তালহা জাহিদ, বরিশালঃ

৩০ ডিসেম্বর, ২০২১,  7:09 PM

news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাউয়ারেখা সাকিনস্থ নূর মোহাম্মদ মোল্লা(৭০), পিতা. আমির হোসেন মোল্লা'র জমি সংক্রান্ত বিরোধে জমি দখলে দেওয়ার কারনে হামলার স্বীকার হয়ে একই পরিবারের বয়স্কা মহিলা সহ ৫ জন গুরুতর আহত হয়ে এখন উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি।  


অভিযোগ সূত্রে জানা যায়, 'কালবিলা মৌজার, জে এল নং - ৮, এস এ খতিয়ান নং- ৫২, এবং ২৫১৮ নং দাগে ভিকটিমের ভোগ দখলিয় মোট ২ একর ৯৭ শতাংশ জমির মধ্যে বিরোধীয় ১ একর ৬০ শতাংশ, যাহার ডিপি খতিয়ান নং- ১০০, ডিপি দাগ নং- ৪১০৩', জমি নিয়ে মহামান্য হাইকোর্টে মামলা চলমান, যাহার ফৌজদারি রিভিশন নং - ২৩৯৪০/ ২০২০, এম.পি. - ০৪/২০২০(উজিরপুর), ধারা: ফৌজদারি কার্যবিধি আইনে ১৪৪/১৪৫, বিজ্ঞ আদালত কর্তিক এখনো কোন পক্ষকে চাষাবাদ করার নির্দেশ প্রদান করেনি। গত ২৭ ডিসেম্বর সোমবার ভোর ৬ টার দিকে অনধিকার প্রবেশ করে সেই জমিতে বিরোধী পক্ষে স্থানীয় আঃ বারেক মোল্লার নেতৃত্বে জোর পূর্বক জমি দখলের উদ্দেশ্যে ইরিধান রোপণ করতে গেলে এতে বাধা দেওয়ায় ভিকটিমের পরিবারের ১. মোঃ রেজাউল করিম (৩৫), পিতা. নুরুল ইসলাম মোল্লা'র ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে মাথায় পাঁচটি সেলাই নিয়ে গুরুতর, ২. মোঃ মেহেদী হাসান(১৯), পিতা. মোঃ দুলাল মোল্লা' এর মাথা ফেটে রক্তাক্ত হয় ও হাতে আঘাত নিয়ে গুরুতর, ৩. কামাল মোল্লা(৪৪), পিতা. আমির হোসেন মোল্লা'এর হাতে ও শরিরের একাধিক স্থানে নীলা ফুলা, ৪. মোসা. সাহিনুর বেগম(৪৮), স্বামী. দুলাল মোল্লা'এর শরিরের একাধিক স্থানে নীলা ফুলা জখম হয়, ৫. লালমতি বেগম(৫৫), স্বামী. নূর মোঃ মোল্লা'এর মুখ, হাত, সহ শরিরের একাধিক স্থানে নীলা ফুলা জখম নিয়ে উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত। সরোজমিনে হাসপাতলে উপস্থিত হলে, এঘটনার আইনানুগ বিচার দাবি করে এমন অভিযোগ পাওয়া যায়। 


এব্যাপারে থানায় অভিযোগ দায়েরে ব্যর্থ হয়ে আজ ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে নূর মোহাম্মদ মোল্লা (৭০) বাদি হয়ে ১. আঃ মজিদ খা(৪৫), ২. আঃ লতিফ খা(৪২), ৩. আঃ হাই খা(৫২), ৪. আঃ রশিদ খা(৪৮), ৫. সহিদুল ইসলাম খা(৩৮), সর্ব পিতা. মৃত মোহাম্মদ আলী খা, সাং. কাউয়ারেখা, ৬. সোহাগ মোল্লা(৩৫), পিতা. বারেক মোল্লা, ৭. বারেক মোল্লা(৬০), পিতা. মৃত হাফেজ মোল্লা, সাং. জামবাড়ি, ৮. আলাউদ্দিন মোল্লা, ৯. মাইনন্দিন মোল্লা, উভয় পিতা.  মৃত. আঃ খালেক মোল্লা, ১০. রিপন মোল্লা (৪৫), ১১. হান্নান মোল্লা(৪৮), উভয় পিতা মৃত. সিকান্দার আলী,  ১২. কামরুল মোল্লা(৪২), পিতা. মৃত. আঃ মালেক মেল্লা, ১৩. মিলন মোল্লা(২৫), ১৪. মামুন মোল্লা, উভয় পিতা আলাউদ্দিন মোল্লা,  সর্ব সাং মশাং, ১৫. মোঃ শুভ(২৪), পিতা. আঃ বারেক মোল্লা, সাং জামবাড়ি' মোট১৫ জন সহ অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেন।


এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল