ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

স্বাস্থ্যকর্মী সাইফুল হত্যার প্রতিবাদে সদর হাসপাতালে মানববন্ধন

#

৩০ ডিসেম্বর, ২০২১,  6:51 PM

news image

হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ও একজন বীর কোভিট-১৯ যোদ্ধা মো. সাইফুল ইসলামকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।

স্বাস্থ্য পরিবার ও জেলা সদর হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের উপ-পরিচালক (তত্ত¡াবধায়ক) ডা: আনিসুর রহমান চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা: আশরাফুল  ইসলাম, হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ডা: মাহবুবুর রহমান, ডা: এনামুল হক খান, ডা: বিষ্ণু প্রসাদ চন্দ, ডা: মাহমুদুর রহমান রকি, ডা: লিপিকা দাস,ডা: জহর লাল শিপলু, ডা: কামরুল হাসান, সৈকত দাস, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) রুকন উদ্দিন মোল্লা। 

ষ্টোর কিপার সুলেমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হাসপাতালের ব্রাদার বুরহান উদ্দিন, সিনিয়র স্টাফ নার্স রুনা আহমেদ, জমিরুন নেছা, রুবি আক্তার প্রধান সহকারী রইছ মিয়া, ফার্মাসিষ্ট কামরুল হাসান জুয়েল, ।  

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা স্বাস্থ্য কর্মীরা মানুষের সেবা দিয়ে আসছি। অথচ আমাদের সহকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রæত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়ার দাবি আমাদের।

উল্লেখ্য, গত মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্যকর্মী মো. সাইফুল ইসলাম।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল