বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য সাবেক পাক লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জাহিরকে ভারতের পদ্মশ্রী সম্মান
১১ নভেম্বর, ২০২১, 7:39 PM

১১ নভেম্বর, ২০২১, 7:39 PM

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য সাবেক পাক লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জাহিরকে ভারতের পদ্মশ্রী সম্মান
অবিভক্ত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ কে স্বাধীন করতে এগিয়ে আসেন প্রাক্তন পাকিস্তানের লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জাহির। তিনি নিজের দেশ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতে ভারতের মধ্যে প্রবেশ করেন আজ থেকে প্রায়, ৫০,বৎসর, আগে। তখনই ভারতের সামরিক বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ে। পরে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহায্য করার কথা বললে ছেড়ে দেন। তার পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন। এবং ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সাথে যুক্ত হয়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধাদের হয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। আজও পাকিস্তানের সরকার লেফটেন্যান্ট কর্নেল জনাব কাজী সাজ্জাদ আলী জাহির কে ফাসির হুকুম দেওয়া হয়েছে। এবং পাকিস্তান সেনাবাহিনীর কাছে তিনি দেশের গাদ্দার বলে পরিচিত হয়। কিন্তু দীর্ঘদিন ভারতের সামরিক বাহিনীর গোপন ফাইল ঘেটে ভারত ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, ৫০,বৎসর, উদযাপন উপলক্ষে তার নাম বেরিয়ে আসে। আজ ভারতের রাষ্ট্রপতি শ্রী রমানাথ কোবিন্দের হাত থেকে ভারতের চতুর্থ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। এর আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব অর্জন লাভ করেন। এবং বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মান বাংলাদেশ স্বাধীনতা প্রতিক সম্মান নাগরিক লাভ করেন। এই সম্মান পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ার পর লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জাহির সাহেব বলেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা বাংলাদেশের সাধারণ মানুষের উপর মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা তার হৃদয় কে পিড়া দিয়েছিল। যায় তাগিদে তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধ করেন।।