আজ সকালে তেলেঙ্গানা ও ছত্তিসগড় রাজ্যের গভীর জঙ্গলে মাওবাদী ও সি আর পি এফের গুলির লড়াইয়ে খতম ৬মাওবাদী
২৭ ডিসেম্বর, ২০২১, 6:15 PM

২৭ ডিসেম্বর, ২০২১, 6:15 PM

আজ সকালে তেলেঙ্গানা ও ছত্তিসগড় রাজ্যের গভীর জঙ্গলে মাওবাদী ও সি আর পি এফের গুলির লড়াইয়ে খতম ৬মাওবাদী
ভারতের কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর সদস্যদের কাছে গোপন খবর আসে যে ভারতের তেলেঙ্গানা ও ছত্তিসগড় রাজ্যের ঘন জঙ্গলে একটি যায়গায় ঘাটি গেড়ে বসেছে মাওবাদী কমিউনিস্ট সেন্টার এর সদস্যরা। এই খবর পেয়ে ভারতের কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সি আর পি এফ এবং তেলেঙ্গানা ও ছত্তিসগড় রাজ্যের কোবরা বাহিনীর সদস্য এবং মাওবাদী দমনের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ বাহিনী আচমকা হামলা চালায় মাওবাদীদের উপর। শুরু হয় মাওবাদী দলের সাথে ভারতের জাতীয় সুরক্ষা বাহিনীর সদস্য ও পুলিশ এর মধ্যে গুলির লড়াই। প্রায় ঘন্টা তিনেক লড়াই পর গুলির শব্দ শেষ পর্যন্ত থেমে যায়। তখন ঘটনার স্থানে দেখা যায় যে ছয় মাওবাদী গুলিবিদ্ধ হয়ে মারে পড়ে আছে। এবং বহু আহত মাওবাদীদের নিয়ে পালিয়ে যায় তাদের সাথীরা গভীর জঙ্গলে। তবে ভারতের কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর সদস্য এবং পুলিশের কোন ক্ষয়ক্ষতি হয় নি বলে জানা গেছে। ভারতের ছত্তিসগড় রাজ্যের ও তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র রাজ্যের এবং উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের মাওবাদী কমিউনিস্ট সেন্টার মধ্যে গভীর জঙ্গলে প্রভাব বিস্তার করে চলেছে। সেটি কে গুড়িয়ে দেবার জন্য ভারতের সরকার ও রাজ্যের সরকার যৌথ উদ্যোগে কাজ করে চলেছে। ভারতের ছত্তিসগড় রাজ্যের দান্তে ওড়য়া ও শুকুমা সহ বিভিন্ন যায়গায় জঙ্গল মহলে মাওবাদী কমিউনিস্ট সেন্টার দাপট ব্যাপক ভাবে বেড়ে যায়। মাঝে মাঝে ওরা ভারতের সামরিক বাহিনীর সদস্য এবং পুলিশের উপর হামলা চালায়। এর ফলে বহু ভারতের সামরিক বাহিনীর সদস্য এবং পুলিশের মৃত্যু হয়। এবার তার বদলা নিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন ভারতের সামরিক বাহিনীর সদস্য এবং পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দলের সদস্যরা।