ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

সুনামগঞ্জের তিনটি উপজেলার ২১টি ইউপি নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যানগণ

#

২৬ ডিসেম্বর, ২০২১,  10:55 PM

news image

সুনামগঞ্জের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তির্পূণভাবে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

দুয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্তিতি রাড়তে থাকেপ্রতিটি কেন্দ্রে পূরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

 প্রতিটি ইউনিয়নে বেসরাকীভাবে নির্বাচিত বিজয়ী চেয়ারম্যানগণ হচ্ছেন সুনামগঞ্জের  দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন ৬নং করিমপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী লিটন কুমার দাস(লিটু),রফিনগর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী শৈলেন্দ্র কুমার তালুকদার,ভাটিপাড়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগের (বিদ্রোহী)আনারস প্রতিকের বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ,জগদল ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হুমায়ূন রশিদ লাভলু,বাজারনগর ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) চশমা প্রতিকের প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল,সরমঙ্গল ইউপিতে বিএনপির সমর্থিত(চশমা প্রতিকের) মোয়াজ্জেম হোসেন জুয়েল,চরনারচর ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী )আনারস প্রতিকের প্রার্থী পরিতোষ রায়,তাড়ল ইউনিয়নে বিএনপির সমর্থিত ইউনিয়ন যুবদলের সভাপতি চশমা প্রতিকের মো. আলী আহমদ,এবং কুলজ্ঞ ইউপিতে(আওয়ামীলীগের বিদ্রোহী) মোটর সাইকেল প্রতিকে মো. একরার হোসে বিজয়ী হয়েছেন।

এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটিতে নৌকা নুরে আলম সিদ্দিকী তপন,পলাশ ইউপিতে আওয়মিীলীগের বিদ্রোহী প্রার্থী(মোটর সাইকেল) প্রতিকে যুবলীগ নেতা মো. সুহেল আহমদ সুহেল,ধনপুর ইউপিতে(আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) গোড়া প্রতিকের মো. মিলন মিয়া,দক্ষিন বাদাঘাট ইউপিতে( মোটর সাইকেল) প্রতিকের প্রার্থী এড. ছবার মিয়া ও ফতেপুর ইউনিয়নে( লাঙ্গল) প্রতিকের মো. ফারুক মিয়া সেরকারীভাবে নিার্বচিত হয়েছেন।

এদিকে প্রবাসী অধ্যাষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীগন হচ্ছেন,৭নং কলকলিয়া ইউপিতে (স্বতন্ত্র) প্রার্থী লন্ডন প্রবাসী মো. রফিক মিয়া,২নং পাটলী ইউপিতে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী মো. আঙ্গুর মিয়া,চিলাউরা হলদিপুর ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) প্রার্থী মো. শহিদুল ইসলাম,৬নং রানীগঞ্জ ইউপিতে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী শেখ ছদরুল ইসলাম,৭নং সৈয়দপুর সাহারপাড়া ইউপিতে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মো. আবুল হাসান,আশারকান্দি ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) প্রার্থী মো. আয়ূব খান ও পাইলগাওঁ ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) মো. মখলুস মিয়া। 

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার এই চতুর্থ ধাপে জেলার তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটারগন নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। 


logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান