সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চে নানা আয়োজনের মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন
২৬ ডিসেম্বর, ২০২১, 7:00 PM
২৬ ডিসেম্বর, ২০২১, 7:00 PM
সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চে নানা আয়োজনের মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন
সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে পবিত্র গির্জাঘর সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চে দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টানদের শুভ বড়দিন উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপি অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ বড়দিনের পবিত্র উপাসনা সম্পন্ন হয়। সকাল সাড়ে ১০ টায় ধর্মীয় উপাসনায় ধর্মীয় গান,পবিত্র বাইবেল পাঠ,প্রার্থনা উৎসর্গসহ বড়দিনের বিশেষ তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন চার্চের কার্য-নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। উপাসনায় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা ছাড়াও এই শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্হিত ছিলেন। পরিচালক উপস্হিত সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। তিনি তার বক্তব্যে বড়দিনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং দেশের মঙ্গল কামনা করেন।
পরে বড়দিনের কেক কাটা অনুষ্টানে অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রসের সভাপতিত্বে ও চার্চের কার্য-নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মিঃ অনিসিমাস চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আলহাজ্ব সৈয়দ মুওয়ার আলী, অধ্যাপক পরিমল কান্তি দে, অধ্যাপক দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম,কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি,সুবিমল চক্রবর্ত্তী চন্দন,ডাঃ সুজিত চন্দ্র সরকার প্রমুখ। চার্চের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চার্চের সম্পাদক মিঃ ডেনিস চক্রবর্ত্তী। খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে মেয়র এবং বিশেষ অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানান হয়।