ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ঠাকুরগাঁওয়ে মেহেদী হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২৩ ডিসেম্বর, ২০২১,  9:39 PM

news image

ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানের (১৬) নৃশংসভাবে হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবিতে মানববন্ধন ও শোক র‍্যালি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কাযার্লয়ের সামনে সারকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও শোক র‍্যালি করে। 

এসময় স্কুলের ছাত্ররা ও মেহেদীর বন্ধুর কান্নায় ভেঙ্গে পড়ে এবং হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের জন্য জোরালো ভাবে স্লোগান দিতে থাকে। স্কুলের ছাত্ররা বলেন আমরা সাধারণ ছাত্র, কে বা কাহারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদের দ্রুত শনাক্ত করা হোক। এভাবে যেন আর কোন মা এর বুক খালি না হয়, কোন বন্ধুকে যেন তার বন্ধু না হারাতে হয়। আমরা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্থি চাই।


মামলার তদন্তকারী অফিসার এসআই আনিসুর বলেন, পুলিশ এই হত্যার সুষ্ঠভাবে তদন্ত করছে। মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুইয়া বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টন্তমূলক শাস্থির জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে সকল প্রকার সহযোগীতা করা হবে। এই হত্যার সুষ্ঠ তদন্ত হবে সকল ছাত্রকে এই বিষয়ে আশ্বস্থ করেন তিনি।


উল্লেখ্য, গতকাল বুধবার রাতে মেহেদী বাসায় পারিবারের কাজে ব্যাস্ত ছিল। হঠাৎ বন্ধু পরিচয়ে দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজন খবর দেয় মেহেদী রাস্তার ধারে পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আরমান নামে আরও একজন ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সহপাঠীদের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় শহরের আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যাকারির দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে অনেকে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান