ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি সহিদুর রহমান

#

১১ নভেম্বর, ২০২১,  4:55 PM

news image


সুনামগঞ্জ জেলার সকল থানার মধ্যে নভেম্বর মাসের মাসিক সভায় শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি সহিদুর রহমান। 

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গত শুক্রবার  ৫ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ সহিদুর রহমানকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভা পুলিশ সুপার মিজানুর রহমান মিজান, বিপিএম ও সুনামগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন ওসি সহিদুর রহমানকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

পুলিশ সুপার মিজানুর রহমান মিজান বলেন, জেলার ১২টি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় সুনামগঞ্জ সদর থানার ওসি  সহিদুর রহমান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি সুনামগঞ্জ সদর থানার জনগণ আরও ভালো সেবা পাবে।

এছাড়াও ওসির তৎপরতায় আইন-শৃংখলার উন্নতি জনমনে স্বস্তি এসেছে। সুনামগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির মোড় ঘুরিয়ে দিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) সহিদুর রহমান। এই ওসি যোগদানের পর থেকে কমে গেছে মাদকের ভয়াবহতা, খুন-খারাপি, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ চাঁদাবাজির ঘটনা। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন উপজেলার কৃষক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা।

সাধারণ মানুষ বলছেন হঠাৎ করেই পাল্টে গেছে অপরাধ প্রবণ এ উপজেলার দৃশ্যপট। গা ঢাকা দিয়েছে অনেক অপরাধী। অপরাধীদের কেউ কেউ পেশা পাল্টে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। পুলিশের কৌশলী ভূমিকার কারণেই ভেঙ্গে পড়েছে অপরাধীচক্রের নেটওয়ার্ক। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয় রাজনীতি সচেতন মহল বলছেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রয়েছে সদর মডেল থানার। বিশেষ করে থানার ওসি সহিদুর রহমান যোগদানের মধ্য দিয়ে অপরাধ দমনে তার আন্তরিকতার প্রমাণ দিয়েছেন। তবে প্রশাসনের এই সাফল্যে গাত্রদাহ শুরু হয়েছে কিছু সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তেরসহ দালালদের।

এ প্রসঙ্গে ওসি সহিদুর রহমান বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। 


logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল