ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

মগরাহাট পশ্চিমের গুলি কান্ডের ঘটনায় গ্রেফতার বিধায়ক ঘনিষ্ঠ ৬অপরাধীকে ধরল ডায়মন্ডহারবার জেলা পুলিশ

#

২২ ডিসেম্বর, ২০২১,  11:14 AM

news image

গত রবিবার রাত ৯,টার, সময় পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি জনাব সুজাউদ্দিন গাজীর উপর গুলি চালায় কিছু দুস্কৃতিকারী। গুলিবিদ্ধ হয়ে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় মগরাহাট পশ্চিমের প্রাথমিক হাসপাতাল বানেশ্বর পুরে। ওখান থেকে অবস্থার অবনতি হওয়াতে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার পি জি হাসপাতালে। প্রায়, ৪৮,ঘন্টা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। এর পর তিনি পুলিশ কে জানান যে গত রবিবার যখন তার উত্তর কুসুম অঞ্চল এর বাড়ির কাছাকাছি যান তখন তিন জন দুস্কৃতিকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এবং সেই গুলি তার বুকের পাশে লাগে। এই ঘটনার কথা যখন বলেন তখন তিনি বলেন যে তার উপর গুলি চালায় উত্তর কুসুম অঞ্চল এর কুখ্যাত দুস্কৃতিকারী মহম্মদ লাল চাদ লস্কর তার পুত্র সাবিরুল লস্কর ও সাহারুল লস্কর এবং মহম্মদ মুস্তাক গাজী। এবং তার সাথে ছিলেন লাল চাদ লস্কর বেহাই উত্তর কুমুস অঞ্চলের জাহাঙ্গীর গড়ের বাসিন্দা মহম্মদ আনার হোসেন হালদার ও উত্তর কুসুম অঞ্চলের মহম্মদ হবিবুর রহমান মোল্লা। এরা প্রত্যকেই পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বর্তমান বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লার ঘনিষ্ঠ বলে জানান তৃনমূল যুব দলের পক্ষে থেকে। কিছুদিন আগে উত্তর কুসুম অঞ্চলের প্রধান কে ফেলে দাবার জন্য যুব তৃনমূল দলের উত্তর কুসুম অঞ্চলের সভাপতি জনাব সুজাউদ্দিন গাজী কে বলেন। কিন্তু তিনি বর্তমান বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লার কথা শোনেননি। যার পরিমাণ এত ভয়ঙ্কর হতে পারে তা বুঝতে পারে নি। কারণ হিসেবে দেখা গেছে যে উত্তর কুসুম অঞ্চলের প্রধান জনাব কুতুবউদ্দিন লস্কর তিনি পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান জনাব শওকত মোল্লার ঘনিষ্ঠ। তাই তাকে সরাতে পারেনি। তাছাড়া মগরাহাট পশ্চিমের যুব সভাপতি জনাব ইমরান মোল্লা রাজনৈতিক ভাবে শেষ করার জন্য বর্তমান বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা উঠে পড়ে লেগেছে বলে জানা গেছে তৃনমূল দলের পক্ষ থেকে। সেই লড়াইয়ে লিপ্ত হয়ে উত্তর কুসুম অঞ্চলের দুস্কৃতিকারীরা সুজাউদ্দিন গাজী র উপর হামলা চালায়। তবে ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও ডায়মন্ডহারবারের এস ডি পি ও শ্রী মিতুন কুমার দে এবং মগরাহাট ও উস্তি থানার সি আই শ্রী সুবির বাগ ও উস্তি থানার ওসি শ্রী অভিষেক বাবুর তৎপরতায় গত কাল থেকে আজ পর্যন্ত মোট ছয়জন আসামি কে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ডায়মন্ডহারবারের জেলা এস ডি জি এম আদালতে তোলা হবে। এবং তাদের কে জিগ্যেস বাদ করার জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার কথা জানা যায়। 

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান