ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

#

১১ নভেম্বর, ২০২১,  4:28 PM

news image



দ্বিতীয় ধাপে সুনামগঞ্জ জেলার ছাতকের ১০টি ও দোয়ারাবাজার উপজেলার ৯টি সহ মোট ১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে।


 বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত ।  এর মধ্যে পূরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। 


দ্বিতীয় ধাপে ছাতক উপজেলার ছাতক সদর, কালারুকা, ছৈলাআফজলাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, জাউয়াবাজার, খুরমা উত্তর, ইসলামপুর, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও এবং দোয়রাবাজার উপজেলার দোয়ারাজার সদর, পান্ডারগাঁও, বাংলাবাজার, সুরমা, লক্ষীপুর, বোগলা, দোহালিয়া, নরসিংহপুর, মান্নারগাঁও ইউনিয়নে একসাথে ভোট গ্রহণ শুরু হয়েছে। দোয়াারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে প্রতিটি কেন্দ্রে যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যাক পুলিশ,আনসার,র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। 


দুই উপজেলায় ১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ,আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৯২ জন এবং সদস্যপদে ৯৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ৮২টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৬৯ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 


এদিকে ছাতক উপজেলায় ১০৯টি ভোট কেন্দ্রের মধ্যে জাতুয়া ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের কারনে কেন্দ্রটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। এই উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ২২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 


এ ব্যাপারে জেলা রির্টারনিং কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার জানান,ভোটগ্রহন শান্তিপূর্ণভাবে চলছে কোনধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল