ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সফলতার এক বছর, ছাতকে সর্বমহলে প্রশংসিত

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

২১ ডিসেম্বর, ২০২১,  6:08 PM

news image

নিজের দায়িত্ববোধ, ন্যায়পরায়নতা ও কর্মদক্ষতার মাধ্যমেই একজন যোগ্য ও সফল কর্মকর্তা হিসেবে একের পর এক প্রমান দিয়ে যাচ্ছেন। যোগদানের পর থেকেই প্রতিটি কাজেই এ কর্মকর্তা সততা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। উপজেলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী সাধারন মানুষের হৃদয়ে যিনি খুব অল্প সময়েই স্থান করে নিয়েছেন, তিনি হলেন ছাতক উপজেলার সু-যোগ্য নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। উপজেলা প্রশাসনের কর্ণধার এ কর্মকর্তা এখন সর্বমহলের প্রশংসার পাত্রে পরিনত হয়েছে। ২০২০ সালের ২৪ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এসময় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ চলছিল। ওই সময় নিজের নিরাপত্তা উপেক্ষা করে উপজেলাবাসীকে কিভাবে করোনা মহামারী থেকে রক্ষা করা যায় সে ভাবনাই ছিলো তার প্রতিটি কর্মকান্ডে। সরকারীভাবে ঘোষিত লকডাউন বাস্তবায়ন এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে রাখার ব্যাপারে তিনি সব সময়ই সজাগ দৃষ্টি রেখেছেনএবং সফলও হয়েছেন। সরকারী ভার্চুয়াল সভা-সেমিনার, জাতীয় দিবস এবং নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে তার গুরুত্বপূর্ন ভুমিকা সহকর্মীদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। মুজিববর্ষ হিসেবে সরকারের দেয়া গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম সততার সহিত সম্পন্ন করতে সক্ষম হয়েছেন তিনি। এখন পর্যন্ত এ কর্মকর্তার বিরুদ্ধে দূনীতি-অনিয়মের কোন আঙ্গুল উঠানোর সুযোগ হয়নি। এ কর্মকর্তা সব চেয়ে সফলতার স্বাক্ষর রেখেছেন স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসে। তার পরিকল্পনা ও নির্দেশনায় বিজয় দিবস এবং সুবর্ণজয়ন্তীর দিনব্যাপী জমকালো অনুষ্ঠান এবং শপথ গ্রহন অনুষ্ঠান ছিল খুবই আকর্ষনীয় ও পরিচ্ছন্ন। যা একজন দায়িত্বশীল ও দক্ষ কর্মকর্তার দ্বারাই সম্ভব। তার অবহেলাহীন প্রতিটি কর্মকান্ডই উপজেলাবাসীকে মুগ্ধ করেছে। ইউএনও মামুনুর রহমানের সবচেয়ে বড় গুন হচ্ছে সহায়তা প্রার্থী কোন ব্যক্তিই তার কাছ থেকে নিরাশ হয়ে ফিরতে হয়নি। অফিস চলাকালীন সময়ে তার কার্যালয়ের দরজা সকলের জন্য উন্মুক্ত করে রেখেছেন তিনি। মিষ্টভাষী ও সুদর্শন এ কর্মকর্তা সাহায্যপ্রার্থী সকলের সাথেই সৌহাদ্যপূর্ণ আচরণ করে থাকেন। মনোযোগ দিয়ে মানুষের কথা শুনেন এবং ন্যায্য কাজটুকু করে দেয়ার চেষ্টা করেন। ক্ষমতার বাইরে হলে সুন্দর পরামর্শ দিয়ে সেবা প্রার্থীর কাজ অনেকটা সহজ করে দেন। ঘুষ-দূর্নীতির বিরুদ্ধে তিনি আপোষহীন। প্রলোভন বা রক্তচক্ষু দেখিয়ে কোন ধরনের অনৈতিক কাজ করানো এ কর্মকর্তা দ্বারা এখনো সম্ভব হয়ে উঠেনি। যে কারনে সর্ব মহলেই প্রশংসিত হচ্ছেন তিনি। সব শ্রেনী পেশার মানুষকেই সমান গুরুত্ব দেয়ায় এখানে একটি সন্দুর পরিবেশ তৈরী করেছেন তিনি। এক প্রশ্নের উত্তরে ইউএনও মামুনুর রহমান জানান, সততা, শিষ্টাচার এবং দায়িত্বপরায়নতা হলো তার পারিবারিক শিক্ষা। মানুষের সাথে সৌহাদ্যপূর্ন আচরন করাও তিনি তার পরিবার থেকে শিক্ষা গ্রহন করেছেন। তার উপর অর্পিত সরকারী দায়িত্ব তিনি সততার সহিত পালনের চেষ্টা করে থাকেন। তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়ের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী উপজেলা পরিষদ ও প্রশাসনকে সমন্বয় করে উপজেলার সার্বিক উন্নয়নমূলক কাজ পরিচানা করা হচ্ছে। যতদিন এখানে থাকবেন ততদিন তিনি সহকর্মীদের নিয়ে একটি টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান