ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

বিশ্বনাথে দুই ইউপিতে বিএনপির দূর্গে হানা দিতে প্রস্তুত দুই তরুণ

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২১ ডিসেম্বর, ২০২১,  5:23 PM

news image

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুণ। তারুণ্যের সম্মিলিত শক্তি একটি সমাজের আমূল পরিবর্তন করে দিতে পারে।

নিজের এলাকায় এমন পরিবর্তন আনতে দীর্ঘ একযুগ ধরে কাজ করে যাচ্ছেন বিশ্বনাথের দুই তরুণ।

একজন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।

আরেকজন লামাকাজি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফয়ছল আহমেদ।

বয়সে তারা তরুণ হলেও বিগত একযুগ ধরে ভোটারদের মন জয় করতে নিজ নিজ এলাকায় মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে আর্থমানবতার সেবায় কাজ করেছেন।

এবার তারা উপজেলার এই দুই ইউনিয়নে বিএনপির দুর্গে হানা দিতে নৌকা প্রতিকে নির্বাচনে অংশ নিতে চান। ইতিমধ্যে তারা আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার দুজনের প্রাথমিক ভাগ্য নির্ধারন করবে ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগের নেতারা।

জানা গেছে, উপজেলার ১নং লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়নে দীর্ঘদিন যাবত প্রতিটি ইউনিয়ন নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে আসছেন। এই দুই ইউনিয়নে যেন ভোটের দূর্গ গড়ে তুলেছে বিএনপি।

এই দূর্গ ভাঙ্গতে তরুন নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রবীন আওয়ামীলীগ নেতারা বলছেন, এবার বিএনপি ইউনিয়ন নির্বাচন বর্জন করেছে।

তাই বিএনপির ধানের শীষ প্রতিক থাকছেনা। তবুও সতন্ত্র হয়ে বিএনপির নেতারা নির্বাচন করবেন।

আওয়ামী লীগের এই সুযোগ কাজে লাগাতে তরুণদের প্রাধান্য দেওয়ার বিকল্প নাই বলে মনে করছেন তারা।


লামাকাজি ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফয়ছল আহমেদ বলেন, বিগত দিনে ইউপি সদস্য থাকাকালীন সময়ে আমার ওয়ার্ডসহ পুরো ইউনিয়নে মানুষেসেবা ও কল্যানে কাজ করেছি।

আশা রাখি আমার কাজের মুল্যায়ন দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলররা আমাকে নৌকার মনোনয়ন পেতে সহযোগিতা করবেন। 

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিক নৌকা পেলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে বলে তিনি জানান।

২নং খাজাঞ্চি ইউনিয়নে নৌকা প্রত্যাশি মুহিবুর রহমান সুইট বলেন, বিগত নির্বাচনে নৌকা প্রত্যাশি ছিলাম। গত একযুগ ধরে এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলাম।

এবার নোকা প্রতিক পেলে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে দেখিয়ে দিব তরুনরাই পারে বদলে দিতে।

তিনি তার প্রতি দয়া করতে  ইউনিয়ন ও ওয়ার্ড কাউন্সিলরদের কাছে অনুরোধ জানান।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান