ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বৃটেনের কাডিফ ক্যাসল ও সেজেছে লাল-সবুজের আলোতে, বাংলাদেশের পতাকার রঙে

#

১৯ ডিসেম্বর, ২০২১,  10:50 AM

news image

বাংলাদেশের মহাণ বিজয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে  গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বৃটেনের কাডিফ ক্যাসলে বাংলাদেশ লাল বৃত্ত সবুজ পতাকা  উত্তোলন করা হয়েছে। 

এই দিন সন্ধ্যায়  ঐতিহাসিক ক্যাসলকে দু'দিন এর জন্য  সাজানো হয়  লাল-সবুজের আলোতে, বাংলাদেশের পতাকার রঙে, যাহা প্রচুর লোক পরিদর্শন করে ছবি তুলা সহ পর্যবেক্ষণ করে বিজয় উল্লাসে আনন্দ উপভোগ করেছেন।  কাডিফের সাবেক ডিপুটি লর্ড মেয়র কাউন্সিলার আলহাজ্ব আলী আহমদ এর পরিচালনায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লাল বৃত্ত সবুজ পতাকা উত্তোলন করেন কাডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র,রাইট অনারেবল রড মককেরলিস, 

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ওয়েলস পালামেন্টের সোসিয়াল জাস্টিস মিনিষ্টার জেন হাট, এইচ এম লর্ড লিটেনমেন্ট, হাই শরিফ অফ এসগ্লাম, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কাপ্তান মিয়া, সাধারন সম্পাদক হারুন তালুকদার, সাবেক সেক্রেটারি ফজলুল হক ফারুক, ইউকেবিডি টিভির চেয়ারম্যান ও এটিন বাংলা ইউকের সাংবাদিক এম  মকিস মনসুর, কমিউনিটি সংগঠক সালেহ আহমেদ, আলহাজ্ব জিলু মিয়া, জহির আক্তার আলী, খলিলুর রহমান, বদরুল হক মনসুর ও খায়রুল ইসলাম লিমন সহ বাংলাদেশ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পতাকা উত্তোলন শেষে কাডিফ কাউন্টি কাউন্সিলার কমিউনিটি লিডার আলহাজ্ব আলী আহমদ বিজয় মানে একটি লাল পতাকা, বিজয়’ মানে একটি মানচিত্র, বিজয় মানে গৌরব,বিজয় মানে আনন্দ বিজয় উল্লাস.সবাইকে  বিজয়ের রক্তিম শুভেচ্ছা,জানিয়ে বলেন আমরা গর্বিত এবং আনন্দিত যে আমরা এক নব ইতিহাস তৈরি করেছি। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ঐতিহাসিক ক্যাসলকে লাল-সবুজে রাঙানো গর্বের। বৃটেনের কাডিফে বাংলাদেশ কমিউনিটির অবস্থান অনেক উঁচুতে বলে উল্লেখ করে  এই কমিউনিটিকে এগিয়ে নিতে তিলে তিলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

ওয়েলস বাংলা নিউজের সম্পাদক  মোহাম্মদ মকিস মনসুর একান্ত  সাক্ষাৎকারে ,  ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত মহাণ  বিজয়ের এই দিনে" বলে উল্লেখ করে আর ও  বলেন বাঙালির গৌরবদীপ্ত মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বৃটেনের কাডিফ ক্যাসল ও সেজেছে লাল-সবুজের আলোতে, বাংলাদেশের পতাকার রঙে,বিশ্বব্যাপী উড়বেই চিরকাল,  লাল সবুজের স্বাধীন পতাকা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল