ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২১, 8:56 PM

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২১, 8:56 PM

ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, ছাতক পৌরসভা ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করে। মহান বিজয় দিবস পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তোবক অর্পণ করেন পৌরসভা এবং উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। এ ছাড়া ছাতক প্রেসক্লাব, ছাতক পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদ, ফারিয়া, সাব-রেজিষ্ট্রার কার্যলায়, কর কমিশন কার্যালয়, বাশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোটেল মালিক সমিতি, হানিফ ম্যানশনের ব্যবসায়ীবৃন্দ। প্রত্যুষে মাধবপুর শিখা সতের স্মৃতিসৌধে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন,সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেনের নেতৃত্বে ছাতক থানা শিখাসতের স্মৃতিসৌধে পুস্পস্তোবক অর্পণ করেন। সকালে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে(মন্টুবাবুর মাঠ) জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শান্তির পায়রা ও রঙ্গিন বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, কাব দল সহ, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শারীরীক কসরত ও খেলাধুলা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া প্রমুখ। বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা শপথ বাক্য বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ নেন শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপস্থিত জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, উপজেলা প্রশাসন ও সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, থানা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, কাব দল সহ, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং সকল শ্রেনী-পেশার হাজারো মানুষ। এসময় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এক অভুতপূর্ব মনোমুগ্ধকর দৃশ্যের অবতারনা হয়। দিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষকা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব।