ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তানোরে ইট চাঁপায় শ্রমিকের মৃত্যু ধাঁমাচাঁপা

#

১৫ ডিসেম্বর, ২০২১,  9:50 PM

news image

রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউপির গোয়ালপাড়া অবৈধ কেআরবি ইট ভাটায় কাঁচা ইট চাঁপায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। নিহত খাইরুল কানসাট এলাকার বাসিন্দা। তিনি ভাটার চুল্লীতে  কাঁচা ইট সাজানো মিস্ত্রী হিসেবে কাজ করতেন।খাইরুল নিহতের ঘটনা গোপণ করে  লাশ ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে,দাবি উঠেছে খাইরুলের লাশ ময়না তদন্ত করে ভাটা মালিকের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণের।স্থানীয় বাসিন্দা শফিকুল, দুরুল,  আলাউদ্দিন ও খালেক সকালের সময়কে বলেন, শ্রমিকের মৃত্যুর খবর গোপণ করে এমনকি কাউকে লাশ দেখতে না দিয়ে তৎক্ষনিক লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে ঘটনা ধাঁমাচাঁপা দেয়া হয়েছে। তারা বলেন, অবৈধ এই ভাটার কারণে লোকালয়ে জনজীবন দুর্বিষহ ও ফসলহানির ঘটনা ঘটছে। এমনকি এর আগেও এমন ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো এদিন খাইরুল ভাটার চুল্লীতে কাঁচা ইট সাজানোর কাজ করছিল। এ সময় হঠাৎ উপরের ইট এসে তার উপর পড়লে তিনি ইটের নিচে চাঁপা পড়ে সেখানই মারা যায়।

এদিকে ভাটা মালিক তার মৃত্যুর খবর গোপণ করে তড়িঘড়ি লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এবিষয়ে জানতে চাইলে কেআরবি ভাটা মালিক হাজী আবুল কালাম সকালের সময়কে  বলেন, ভাটায় হঠাৎ স্ট্রোক করে খাইরুল মারা গেছে। শ্রমিকের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হায়াত মউত আল্লার হাতে এভাবে তার মৃত্যু লেখা আছে, তিনি বলেন, দুজন পুলিশ এসে লাশ দেখে গেছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সকালের সময়কে  বলেন, এমন ঘটনার খবর তার জানা নাই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে। এবিষয়ে বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, অবৈধ ইট ভাটার কারণে এলাকার কৃষিতে বিপর্যয় ও বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিনি ভাটা বন্ধের দাবি জানান। 

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান