তানোরে ইট চাঁপায় শ্রমিকের মৃত্যু ধাঁমাচাঁপা
১৫ ডিসেম্বর, ২০২১, 9:50 PM

১৫ ডিসেম্বর, ২০২১, 9:50 PM

তানোরে ইট চাঁপায় শ্রমিকের মৃত্যু ধাঁমাচাঁপা
রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউপির গোয়ালপাড়া অবৈধ কেআরবি ইট ভাটায় কাঁচা ইট চাঁপায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। নিহত খাইরুল কানসাট এলাকার বাসিন্দা। তিনি ভাটার চুল্লীতে কাঁচা ইট সাজানো মিস্ত্রী হিসেবে কাজ করতেন।খাইরুল নিহতের ঘটনা গোপণ করে লাশ ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে,দাবি উঠেছে খাইরুলের লাশ ময়না তদন্ত করে ভাটা মালিকের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণের।স্থানীয় বাসিন্দা শফিকুল, দুরুল, আলাউদ্দিন ও খালেক সকালের সময়কে বলেন, শ্রমিকের মৃত্যুর খবর গোপণ করে এমনকি কাউকে লাশ দেখতে না দিয়ে তৎক্ষনিক লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে ঘটনা ধাঁমাচাঁপা দেয়া হয়েছে। তারা বলেন, অবৈধ এই ভাটার কারণে লোকালয়ে জনজীবন দুর্বিষহ ও ফসলহানির ঘটনা ঘটছে। এমনকি এর আগেও এমন ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো এদিন খাইরুল ভাটার চুল্লীতে কাঁচা ইট সাজানোর কাজ করছিল। এ সময় হঠাৎ উপরের ইট এসে তার উপর পড়লে তিনি ইটের নিচে চাঁপা পড়ে সেখানই মারা যায়।
এদিকে ভাটা মালিক তার মৃত্যুর খবর গোপণ করে তড়িঘড়ি লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এবিষয়ে জানতে চাইলে কেআরবি ভাটা মালিক হাজী আবুল কালাম সকালের সময়কে বলেন, ভাটায় হঠাৎ স্ট্রোক করে খাইরুল মারা গেছে। শ্রমিকের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হায়াত মউত আল্লার হাতে এভাবে তার মৃত্যু লেখা আছে, তিনি বলেন, দুজন পুলিশ এসে লাশ দেখে গেছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সকালের সময়কে বলেন, এমন ঘটনার খবর তার জানা নাই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে। এবিষয়ে বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, অবৈধ ইট ভাটার কারণে এলাকার কৃষিতে বিপর্যয় ও বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিনি ভাটা বন্ধের দাবি জানান।