ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

বাদাঘাট দক্ষিন ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান এরশাদ আহমদের 'লাঙ্গল মার্কা' জনমতে এগিয়ে

#

১৫ ডিসেম্বর, ২০২১,  1:13 AM

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদাঘাট দক্ষিন ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও বর্তমান চেয়ারম্যান মোঃ এরশাদ আহমদ তথা 'লাঙ্গল মার্কা' জনমত জরিপে এগিয়ে রয়েছেন বলে জনভাষ্যে জানা গেছে।

সরেজমিন ঘুরে জানাযায়, মোঃ এরশাদ আহমদ ব্যাক্তি ইমেজ, পারিবারিক ইমেজ, দল ও জনগনের জন্য নিবেদিত এবং সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে এলাকায়। যা বিজয়ী হতে সহায়তা করেছে এবং হবে বলে অনেকের ধারনা।


আগামী ২৬ ডিসেম্বর  বাদাঘাট দক্ষিন পরিষদ  নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে লাঙ্গল প্রতীকের জনসমর্থন তথই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ লাঙ্গল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ আলোচনায় মুখর হয়ে উঠেছেন।


বাদাঘাট দক্ষিন ইউনিয়নের বিভিন্ন স্থানে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তাদের মধ্যে শতকরা ৭০-৮০ জন মানুষ উন্নয়নের প্রতীক লাঙ্গল মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন।

অনুষ্ঠিতব্য আসন্ন বাদাঘাট দক্ষিন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে নির্বাচনী তফসির ঘোষণার পর থেকে মোঃ এরশাদ আহমদ ছুটছেন ভোটারদের ধরে ধারে দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি।


লাঙ্গল প্রতীকের তথা জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরাগম বিভিন্ন এলাকায়। জনগণের উচ্ছ্বাস ও ভালোবাসা এবং কর্মীদের উপচেপড়া ভিড় পাশাপাশি এলাকার সাধারন মানুষের গনজোয়ার লক্ষ করা যাচ্ছে। বাদাঘাট দক্ষিন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পোস্টার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে। প্রতিটি মহল্লায় উঠান বৈঠকে কর্মী-সমর্থকরা মোঃ এরশাদ আহমদের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরছেন মানুষের সামনে প্রতিনিয়ত।


শক্তিয়ারখলা গ্রামের বাসিন্দা মোঃ জয়নাল মিয়া বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ এরশাদ আহমদের লাঙ্গল প্রতীককে পূণরায় নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি ইউনিয়ন বাসিকে। এছাড়া এলাকার উন্নয়ন, এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আসন্ন ইউপি নির্বাচনে  মোঃ এরশাদ আহমদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করি।



চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ আহমদ বলেন, মাদকমুক্ত, নেশামুক্ত, দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করাই আমার মূল লক্ষ্য। রাজনীতি আমার নেশা-পেশা না, তাই সব সময় মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসার মানুষ হয়ে থাকতে চাই। জনগণ সুযোগ দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করে যাব। বাদাঘাট দক্ষিণ ইউনিয়নকে আমি একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইন্সাল্লাহ। সরকারের রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী, আগামী ২৬ তারিখ আমাকে আপনাদের মহামূল্যেবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন ও সকলের প্রতি আমার আন্তরিক ভালবাসা রইল।


logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান