ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

সফল জননী বীনা রানীর জয়িতা সম্মাননা প্রাপ্তি

#

মোঃ মনিরুজ্জামান জুলেট,সাতক্ষীরা প্রতিনিধিঃ

১১ ডিসেম্বর, ২০২১,  4:08 PM

news image

২০২১ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলা প্রশাসন থেকে সফল জননী ক্যাটাগরীতে জয়িতা হিসেবে সম্মানিত করা হয়েছে এক সফল মা'কে। সফল এই মায়ের নাম বীণা রাণী দাশ। জন্ম খুলনা জেলার পাইকগাছা থানার রাড়ুলী গ্রামে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় দূরারোগ্য অসুখে বাবাকে হারান। মা ও দুই ভাইয়ের টানাটানির সংসারে বড় বোনের উপর মাতৃসম দায়িত্বের ভার পড়ে। অভাবের সংসারে দশম শ্রেণিতে থাকতেই তার বিয়ে হয়। সেখানেও দারিদ্রতা পিছু ছাড়েনি; এক নদী থেকে আরেক সাগর, অভাবের। অভাবের সংসার হলেও বিয়ের পরে সংসারের কাজের মাঝে নিজেকে হারিয়ে যেতে দেননি। পড়াশোনা চালিয়ে গেছেন নিজ আগ্রহে, স্বামীর সহায়তায়। ধীরে ধীরে পড়াশোনার প্রতি অপার আগ্রহে এসএসসি ও এইচএসসি পাশ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার এখানে সমাপ্তি হলেও, নিজের স্বপ্নকে থেমে যেতে দিননি। নিজের অধরা স্বপ্নকে ছুতে চেয়েছেন সন্তানদের মাধ্যমে। 


স্বামী একান্নবর্তী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসারে অন্য কোন কৃষি আয় ছিলোনা। স্বামীর অপ্রতুল আয়ে সন্তানদের পড়াশোনার জন্য তথাকথিত 'দেখভাল' করতে পারেননি। কিন্তু, নিজের ভেতরে থাকা শিক্ষার আলোটা তিল তিল করে সন্তানদের মধ্যে সন্নিবেশ ঘটিয়েছেন এই মা। নিয়মকরে প্রতিদিন সংসারের কাজ শেষে বই নিয়ে বসতেন সন্তানদের সাথে।ছেলেরা বড় হতে থাকে, শিক্ষার খরচ ও সংসারের খরচ বাড়তে থাকে; কিন্তু, সন্তানদের কখনো বুঝতে দেননি। নিজ উদ্যোগে বাড়ির পতিত জমিকে সবজিচাষের উপযোগী করে বাড়তি আয়ের সুযোগ তৈরী করেন। 


তার প্রথম সন্তান জনাব সজল সরকার গণিতে স্নাতক এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের শিক্ষক, যিনি পাইকগাছায় একাধিকবার উপজেলার সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সন্তান জনাব সুজন সরকার, খুলনা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। তিনি ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন এবং যোগদান করেন। বর্তমানে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মুজিবনগর, মেহেরপুরে কর্মরত আছেন। 


প্রতিকূল পরিবেশে দুই সন্তানকে বড় করেছেন। তার অসীম ধৈর্য, সাহস, দৃঢ় মনোবল, চৌকস বুদ্ধিমত্তা ও পরিশ্রমের ফসল এই দুই সন্তান। তারা আজ স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই মায়ের সাহসই তাদের অনুপ্রেরণা।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান