ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তানোরে চলে গেলেন সাংবাদিক মামুনের পিতা ইন্তাজ, বিভিন্ন মহলের শোক!

#

০৯ ডিসেম্বর, ২০২১,  5:29 AM

news image

দৈনিক জনকন্ঠ পত্রিকার রাজশাহীর স্টাফ রিপোর্টার ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার বার্তা সম্পাদক মামুন অর রশিদের পিতা ইন্তাজ আলী (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৮ ডিসেম্বর) বুধবার আনুমানিক ভোর ৫টার দিকে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দরে নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।


তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীসহ অনেকেই।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেল ৩টায় পারিবারিক কবরস্থানে নামাযে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। দৈনিক জনকণ্ঠের রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের পিতা এন্তাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আরো শোক জানিয়েছেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, সানশাইন পরিবারের পক্ষে সম্পাদক তসিকুল ইসলাম বকুল, প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নূরুল হক, বাণিজ্যিক প্রধান আবু তাহের খোকন, যুগ্ম বার্তা সম্পাদক বদরুল হাসান লিটন, প্রধান প্রতিবেদক ইলিয়াস আরাফাত, মফস্বল সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সিনিয়র রিপোর্টার সরকার দুলাল মাহবুব, রিপোর্টার রাজু আহম্মেদ, ফটো চিফ আজাহার উদ্দিন, ফটো সাংবাদিক সামাদ খান, কম্পিউটার ইনচার্জ সুমন শেখ, পেস্টিং ইনচার্জ আফতাব আলী, আব্দুল মতিন, বিজ্ঞাপন ম্যানেজার ইস্রাফিল হোসেন, সহকারি বিজ্ঞাপন ম্যানেজার রনি আহম্মেদ, হালিমা বেগম ও সারকুলেশন ম্যানেজার লিটন বাবু।


এছাড়া তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সহসভাপতি ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠুসহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন। এবং উপরদিকে তানোর সাংবাদিক ক্লাবের প্রধান উপদেষ্টা রুহুল আমিন খন্দকার ও তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ,সেলিম রেজা,জাকির হোসেন টুটুল,স্বপনসহ সকল সাংবাদিক তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মৃত ব্যক্তির রূহের মাগফেরাত কামনা করেন। প্রসঙ্গত, বুধবার ভোরে (০৮ ডিসেম্বর) এন্তাজ উদ্দিন আহমেদ রাজশাহীর তানোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্তাজ আলী।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান