ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তানোরে আদিবাসীদের কবরস্থান দখলের অভিযোগ!

#

০৮ ডিসেম্বর, ২০২১,  5:46 PM

news image

 রাজশাহীর তানোরে আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। তানোরের বাধাঁইড় ইউপির একান্নপুর মৌজার জোজোটোলা কবরস্থান দখলের ঘটনা ঘটেছে। স্থানীয় আদিবাসিরা জানান, সল্লাপাড়া গ্রামের দুরুল হুদার পাকা ফ্ল্যাট বাড়ি থাকার পরেও ওই কবরস্থান জবরদখল করে সেখানে তার পুত্র সুমন আলীকে বাড়ি করে দিয়েছে।

জানা গেছে,উপজেলার বাঁধাইড় ইউপির জেল নম্বর ৪০ একান্নপুর গোয়ালপাড়া, খতিয়ান নম্বর ২১৭, হাল দাগ নম্বর ১২৩৬, শ্রেণী ভিটা ও কবরস্থানসহ পরিমাণ ২ একর ৮৮ শতক এবং  খতিয়ান নম্বর ২১৭, দাগ নম্বর ১২৩৩ শ্রেণী ভিটা, পরিমাণ ২১ শতক মোট ৩ একর ১০ শতক

সম্পত্তি রয়েছে।

স্থানীয় অধিবাসীরা জানায়, এখানে প্রায় ৫০টি আদিবাসি পরিবারের বসতী ছিল। কিন্ত্ত স্বাধীনতা যুদ্ধের সময় আদিবাসি পরিবারগুলো এলাকা ছাড়া হয়। দীর্ঘদিন এসব সম্পত্তি পরিত্যক্ত ছিল। এদিকে এসব সম্পত্তির দখল নিতে একটি ভুমিগ্রাসী চক্রের যোগসাজশে দুরুল হুদা সেখানে টিনের ঘর নির্মাণ করে তার পুত্র সুমন আলীকে দিয়েছে এবং দুটি ছোট পুকুর দখল করেছে।

এসব  সম্পত্তির উপর আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। কিন্ত্তু গত ৫ ডিসেম্বর রোববার দিবাগত রাতে  দুরুল হুদা তার পুত্র সুমন আলী ও এরশাদ আলী আদালতের আদেশ লঙ্ঘন করে সেখানে লাউ, কুমড়াসহ বিভিন্ন গাছ লাগিয়েছে। এঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।আদিবাসীরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে দুরুল হুদা, সুমন ও এরশাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কেনা জমি এখন আদিবাসীরা জোরপুর্বক দখলের চেস্টা করছে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান