ঢাকা ১৫ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

যশোরে ২ টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

১০ নভেম্বর, ২০২১,  9:27 PM

news image



 


 যশোর জেলার দুইটি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১, উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।যশোর জেলা  পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম দিক-নির্দেশনায় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় আগামীকাল ১১ নভেম্বর ২০২১, অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১, উপলক্ষে নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে পৃথক দুটি নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা নির্বাচনী  ব্রিফিং এ সভাপতিত্ব করেন, মোহাম্মদ  সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), যশোর এবং চৌগাছা নির্বাচনী  ব্রিফিং এ সভাপতিত্ব করেন,  মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা (ডিএসবি), যশোর।এসময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।এছাড়াও  পুলিশ সুপার প্রতিটি পুলিশ সদস্যদের ইতোমধ্যে একটি  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ  ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।পুলিশ সুপার  বলেন, যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা হতে দেয়া যাবে না। নির্বাচনী দায়িত্ব পালনে কোন গাফিলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দায়িত্ব পালনের সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করেছেন।

ব্রিফিং প্যারেডে আরোও উপস্থিত ছিলেন,  মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (“ক” সার্কেল) যশোর, মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, (“খ” সার্কেল) যশোর, জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) যশোর, আশেক সুজা মামুন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর, সার্কেল) যশোর, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, চৌগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জসহ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল