ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান রাকেশ চৌধুরী স্মরণে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী

#

০৬ ডিসেম্বর, ২০২১,  6:37 PM

news image

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং জমিদার বাড়ির সন্তান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান,শিক্ষাবিদ ও সমাজকর্মী প্রয়াত রাকেশ রঞ্জন চৌধুরী স্মরণে স্মৃতি চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় ৪০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। 


সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি এড. মলয় চক্রবর্তী রাজুর সভাপতিত্বে ও এড. এনাম আহমদ এবং এড. মাহবুবুল আলমের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। 


সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সভাপতি সুখেন্দ্র সেন,নারী নেত্রী গৌরী ভট্রাচার্য্য,চিত্রশিল্পী স্বপন চৌধুরী,পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,এড. রুহুল তুহিন,সাবেক মহিলা কাউন্সিলর কলি তালুকদার আরতি,চিত্র শিল্পী রুনা লেইছ প্রমুখ।


সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,বিজয়ের মাসে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি বলেন দীর্ঘ প্রাঙ ১২ বছর ধরে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন সভানেত্রী জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশকে বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিনত করেছেন। তাই শেখ হাসিনার নেতৃত্বে দেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ যেখানে দেশের কোথাও কোন মানুষ আর গৃহহীন ও অনাহারে থাকবে না। তিনি আরো বলেন,যারা এখনো স্বাধীনতা বিরোধীরা পাকিস্থানী ভাবধারায় বিশ্বাস করেন তাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রাম চালিয়ে যেতে নতনু প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই মনোভাব তৈরী করতে পারলেই জাতির পিতার স্বপ্নেঁর সেই বাংলাদেশ আজ তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^ এই বাংদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে। 

পরে চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী  প্রথম,দ্বিতীয় ও তৃতীয় এই তিন গ্রুপের ৩জন করে মোট ৯নকে প্রথম পুরস্কার হিসেবে ব্যাগ খাতা কলম এবং আরো ৩১জনকে সাধারন পুরস্কার প্রদান করেন মেযর নাদের বখতসহ অতিথিবৃন্দরা। 

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান