ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তাহিরপুর চাঁনপুর সড়কে লাখো মানুষের ভোগান্তি যেন দেখার কেউ নেই

#

০৫ ডিসেম্বর, ২০২১,  4:41 PM

news image

তাহিরপুর উপজেলার পযটন কেন্দ্র সীমান্তিক এলাকার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর, রজনীলাইন ও ট্যাকেরঘাট এলাকার সড়ক দীর্ঘ চার মাসেও মেরামত হয় নি। চলতি বছরের ১৫ আগস্ট পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ঘরবাড়ি, ফসলি জমি ও যোগাযোগ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সময় প্রায় পৌনে দুই কিলোমিটার সড়ক পাহাড়ি ঢলে ভেঙে যায়। একারণে ভোগান্তিতে পড়েন এই সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষ।

স্থানীয় বাসিন্দা রমজান আলী, সাজিদ আলী, জয়নাল মিয়া, বাবুল মিয়া, জৈন উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল আলীসহ অনেকে জানান, সুনামগঞ্জ, তাহিরপুর, বাদাঘাট, বড়ছড়া-ট্যাকেরঘাট, বাগলী, বাঙ্গালভিটা যাতায়াতের একমাত্র সড়কটি এখন ভাঙনের কারণে বেহাল অবস্থায় পড়েছে। গত আগস্ট মাসে চাঁনপুর ও রজনীলাইন গ্রামের সীমান্ত এলাকায় সীমান্ত ঘেষা ভারতের মেঘালয়ের গারো পাহাড় ধসের কারণে পাহাড়ি ঢলের সাথে বালু-পাথর এসে ঘর-বাড়ি, ফসলি জমি ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়। একই সাথে পাহাড়ি ঢলে চাঁনপুর-ট্যাকেরঘাট যাতায়াতের প্রধান সড়কটিও ভেঙে যায়। চাঁনপুর-ট্যাকেরঘাট সড়ক মেরামত না হওয়ায় প্রতিদিন সড়কে চলাচলকারীরা ভোগান্তির শিকার হয়ে আসছেন। এই সড়ক দিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ী, পর্যটকরা মটরবাইক, সিএনজি, ট্রলিতে যাতায়াত করেন। সড়কের বেহাল অবস্থার কারণে রোগী, বয়স্ক, মহিলা ও শিশু যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছেন।

চাঁনপুর গ্রামের বাসিন্দা মো. নবীর মিয়া, গোলাপ মিয়া, তারা মিয়া, খোকন মিয়া জানান, চার মাস আগে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে যাওয়ার পর মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয় নি।

রজনী লাইন গ্রামের বাসিন্দা কামাল হোসেন জানান, তাহিরপুর-ট্যাকেরঘাট যোগাযোগের একমাত্র মাধ্যম চাঁনপুর-রজনী লাইন সড়ক। এই সড়কের মেরামত জরুরি প্রয়োজন।

মটরবাইক চালক জহুর মিয়া বলেন, এই সড়ক দিয়ে চলাচল এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কে ভাঙন থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে চলেছে।

সিএনজি চালক বাদশা মিয়া বলেন, সিএনজি নিয়ে নিলাদ্রি যেতে অন্য রাস্তায় যেতে হয়। যাত্রীদের যেমন ভোগান্তি, তেমনি গাড়িরও ক্ষতি। সড়ক মেরামত না করলে এই সড়কে অন্যান্য গাড়ি চলাচলে ঝুঁকি বাড়বে।

সুনামগঞ্জের এলজিইড’র নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর, রজনীলাইন ও ট্যাকেরঘাট এলাকার সড়কটি উড়াল সড়ক প্রকল্পের অন্তর্ভূক্ত করা হয়েছে। এজন্য সড়ক নির্মাণে কিছু সময় লাগছে। তবে চলাচলে ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ট্যাকেরঘাট-বড়ছড়া সড়কে একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সকল প্রকার উন্নয়ন কাজ খুব দ্রুত শুরু হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান