ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

টঙ্গী পর্ব থানার অভিযানে (পাঁচ) মাসের অপহৃত শিশু উদ্ধার ও আসামী গ্রেফতার

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

০২ ডিসেম্বর, ২০২১,  10:20 PM

news image

পান্না আক্তার @ খুকু মনি (২০), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-বাসাটি, পোঃ বাসাটি বাজার, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা বর্তমান সাং-বেলতলা মধুমিতা, পূর্ব আরিচপুর, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর এর মেয়ে শিশু আয়েশা সিদ্দিকা (০৫ মাস) খুঁজে না পাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪/১১/২০২১ ইং তারিখ টঙ্গী থানায় একটি সাধারন ডায়রী করেন। 

এর পরিপ্রেক্ষিতে অপরাধ(দক্ষিণ) বিভাগ এর উপ-পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা অনুসন্ধান শুরু করে। ভিকটিমের মায়ের জবানবন্দি থেকে জানা যায় তার ননদ পরিচয় দিয়ে গত ১৯/১১/২০২১ ইং তারিখ তার বাসায় এসে দুইদিন অবস্থান করে এবং পরবর্তিতে সুযোগ বুঝে কোন এক সময়ে তার সন্তান আয়েশা(০৫ মাস)কে  অপহরন করে নিয়ে চলে যায়।অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশু আয়েশাকে উদ্ধার ও আসামীকে গ্রেফতারের জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশ কাজ শুরু করে। 

ঐ এলাকার সিসি ক্যামেরা ফুটেজ , তথ্য প্রযুক্তি ও ভিকটিমের মায়ের জবানবন্দি বিশ্লেষন করে আসামীর অবস্থান ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মালিগ্রাম সনাক্ত করা হয়।টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে গত ০১/০২/২০২১ ইং তারিখ রাত ০৭.৩০ ঘটিকায় অপহৃত শিশু আয়েশা সিদ্দিকাকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত আসামী জোৎসনা আক্তার(৩২), পিতা-শেখ আঃ মজিদ, স্বামী-উজ্জল হোসেন, সাং-চন্ডিদাসদী সোনাখোলা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর এ/পি সাং-মালিগ্রাম পূর্বপাড়া, লুৎফর বেপারীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান