ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ছাতকের বসন্তপুর গ্রামে ওরসের নামে গানবাজনা ও মদের আসর বন্ধের দাবীতে পুলিশ সুপারের নিকট অভিযোগ

#

০২ ডিসেম্বর, ২০২১,  3:09 PM

news image

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০নং দোলার বাজার ইউনিয়নের বসন্তপুর গ্রামে ওরসের নামে নারীদের এনে গানবাজনা,মাদক ও গাজাঁ সেবনের উদ্যোগ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঐ সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য দোলারবাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বসন্তপুর গ্রামের বাসিন্দা মো. ছালিক মিয়া চৌধুরী এলাকাবাসির পক্ষে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা যায়,এলাকার আলেম ওলামাগনসহ স্থানীয় লোকজনের আপত্তিকে উপেক্ষা করে পেশীশক্তির জোরে বসন্তপুর গ্রামের মৃত করিম মিয়ার তিন ছেলে মো. সহিদ মিয়া,হামিদ মিয়াও ছালাম গংরা আগামীকাল শুক্রবার(৩ ডিসেম্বর) ভোর থেকে সারা দিনরাতব্যাপী ওরসের নামে নারীদের এনে গানবাজনার পাশাপাশি মদ ও গাজাঁর আসর বসানোসহ নানান অসামাজিক কার্যকলাপ পরিচালনার পায়ঁতারা চলছে। ফলে যেকোন সময় এলাকায় দাঙ্গাঁ হাঙ্গামাসহ অপ্রীতিকর ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে যাওয়ার আশংঙ্কা রয়েছে। এছাড়াও গত ২৪ নভেম্বর এলাকাবাসির পক্ষে ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আরো একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছিল। কিন্তু এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত না হওয়াতে এলাকায় চরম উত্তেজনা রিবাজ করছে। গতবছর ও বসন্তপুর গ্রামে একই সময়ে ওরসের নামে গানবাজনা ও মদ গাজাঁর আসরকে কেন্দ্র করে দাঙ্গাঁ হাঙ্গামার ঘটনার ঘটলে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 


এ ব্যাপারে  দোলার বাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বসন্তপুর গ্রামের বাসিন্দা মো. ছালিক মিয়া চৌধুরী বলেন,আমার বসন্তপুর গ্রামের সহিদ মিয়া,হামিদ মিয়া ও ছালাম গংরা এলাকার আলেম ওলামাও স্থানীয় মানুষজনের নিষেধাজ্ঞা অমান্য করে আগামীকাল শুক্রবার দিনরাত ওরসের নামে নারীদের এনে গানবাজনার আসর ,মদ ও গাজাঁ সেবনের যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছেন তা ইসলাম সমর্থন করে না কোন ধর্মপ্রাণ মানুষ তা মেনে নিতে পারেনা। তাই এই ওরসকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।

 

এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অভিযোগ পাওয়ার সতত্যা নিশ্চিত করে জানান,কেহ ওরসের নামে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ করতে চাইলে তা প্রতিহত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  ##



logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান