ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

রঙ্গারচরে মুক্তিযোদ্ধার ঘরে আগুন

#

০১ ডিসেম্বর, ২০২১,  7:33 PM

news image

জমি সংক্রান্ত জের ধরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রঙ্গারচর গ্রামে মুক্তিযোদ্ধা মৃত নুরুল ইসলামের ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত পৌনে ১১টায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় একটি টিনসেড ঘরসহ গাছপালা পুড়ে ছাঁই হয়ে যায়। আসবাবপত্র সহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে অগ্নিকান্ডে।

মুক্তিযোদ্ধা সন্তান কয়েছ মিয়া জানান, তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত অনুমান পৌনে ১১টায় আগুন লাগার ঘটনা টের পেয়ে জেগে উঠেন। তিনি দেখেন ঘরের উত্তর-পূর্ব কোণে আগুন জ্বলছে। তখন ঘর থেকে দ্রæত বাইরে চলে আসেন। তার চিৎকারে আশপাশের মানুষও দৌঁড়ে আসেন। কিন্তু তার এক আপন চাচাতো ভাই সায়েস্তা মিয়া তখন ঘরের কোণে থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন। কারণ তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বাড়ি ও জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান আছে। 

স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম, আলা উদ্দিন, ওয়াহিদ আলী, রাজি মিয়া জানান, মসজিদের মাইকে ঘরে আগুন লাগার ঘটনা জানানো হয়। এ সময় আদার বাজার থেকে মানুষজন দৌঁড়ে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। আমরাও দৌঁড়ে আসি। 

ব্যবসায়ী ওমর আলী বলেন, তাদের বাড়িতে চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ি ও জমি সংক্রান্ত বিষয়ে মামলা চলে আসছে। এখন যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনাটিও প্রতিপক্ষ ঘটিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবার।

মুক্তিযোদ্ধা সন্তান রুয়েল মিয়া বলেন, আমাদের পরিবারের বাড়ি ও জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে। প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত আছেন তারা।

নব নির্বাচিত ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, ঘরে আগুন লাগার ঘটনার খবর পেয়ে আমি একটি সভা থেকে দ্রæত এসে দেখি জ্বলে পুড়ে সবই শেষ। মুক্তিযোদ্ধা পরিবার সন্দেহ করছে চাচাতো ভাইদের। তখন উপস্থিত সবাই সিদ্ধান্ত নিয়েছি, আগামী শনিবার সালিশে এই ঘটনা মীমাংসা করার চেষ্টা করা হবে। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান বলেন, রঙ্গারচর গ্রামে ঘরে আগুন লাগার ঘটনায় কেউ অভিযোগ করেননি।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান