তানোর পৌর যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মিলন মৃধা!
২৯ নভেম্বর, ২০২১, 4:15 PM

২৯ নভেম্বর, ২০২১, 4:15 PM

তানোর পৌর যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মিলন মৃধা!
রাজশাহীর তানোর পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে তানোরে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মেলনে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ জেলা ও থানার নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিন পর তানোর পৌর যুবলীগের সম্মেলনকে ঘিরে এলাকায় শোভা পাচ্ছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও পোস্টার। দলীয় নেতাকর্মীদের মধ্যে ফুটে উঠেছে চাঙ্গা ভাব। সভাপতি ও সম্পাদক হওয়ার আশায় অনেকেই ধরণা দিচ্ছেন শীর্ষ নেতাদের কাছে। তবে, শীর্ষ নেতারা বলছেন যাঁরা মাঠে সব সময় নেতাকর্মীদের পাশে থাকেন, তাদেরকেই পৌর যুবলীগের সভাপতি ও সম্পাদকের পদ দেওয়া হবে।
দলের নেতাকর্মীরা জানান, তানোর পৌরসভা যুবলীগের প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হবে। পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তানোর উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, "দীর্ঘদিন পর তানোর পৌরসভা যুবলীগের সম্মলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে হাজার হাজার যুব নেতাদের সমাগম ঘটবে। একে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হবে।
তানোর পৌরসভা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মিলন মৃধা সকলের দোয়া চেয়েছেন এবং তিনি সকালের সময়কে জানান সাধারন মানুষের সাথে আমি সব সময় আছি এবং তৃণমূল নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছেন আল্লাহ যদি সহায় থাকেন আমি যদি পৌর যুবলীগের সভাপতি হতে পারি তবে জনগণের পাশে আজীবন থাকব বলে জানিয়েছেন তিনি ।