কুরবাননগর ইউনিয়নের ভোট গ্রহন ২৮ নভেম্বর : জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী-আফজল নূর
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২১, 4:16 AM

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২১, 4:16 AM

কুরবাননগর ইউনিয়নের ভোট গ্রহন ২৮ নভেম্বর : জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী-আফজল নূর
২৮ই নভেম্বর সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে নির্বাচনে লড়াইয়ে সর্বশেষ জনমত জরিপে স্বতন্ত্র প্রার্থী মোঃ আফজল নূর এগিয়ে রয়েছেন।
কুরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আফজল নূর রয়েছেন প্রচারনার শীর্ষে । তরুন প্রার্থী হিসাবে রয়েছে তার জনপ্রিয়তা। ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ঘুড়ে দেখাযায় প্রতিটি এলাকায় ব্যানার ফেসটুন-পোস্টার লাগিয়ে প্রচারনা চালিয়ে গেছেন মোঃ আফজল নূর সেই সাথে গনসংযোগ করে চলছেন দিন রাত। সন্ধ্যার পরে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেছেন এই প্রার্থী। দির্ঘদিন ধরে রয়েছেন নির্বাচনের মাঠে। সারাও পাচ্ছেন বিভিন্ন দিক থেকে। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে।
তফসীল ঘোষনার পরপরই ভােটের আমেজে মুখরিত হয়ে উঠেছে কুরবাননগর ইউনিয়ন। জানাযায়, নির্বাচনে তরুণ ও সমাজসেবক প্রার্থী হিসাবে আনারস মার্কা বিপুল ভোট জয়লাভ করবেন বলে এলাকার সাধারন জনগন জানিয়েছেন।
এলাকাবাসীর অভিমত, ২৮ নভেম্বর কুরবাননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আফজল নূর আনারস মার্কায় জয়ের মধ্য দিয়ে হয়তো উন্নয়নের আলোতে মুক্তি মিলবে । প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনারস মার্কার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন স্থানীয় সর্বস্তরের জনগন।
কুরবাননগর ইউনিয়নের বিভিন্ন বাজার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়, ইউনিয়নে সাধারণ মানুষের ইচ্ছে চেয়ারম্যান হিসাবে আফজল নূরকে দেখতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের মোঃ আফজল নূর ভাই চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী তাদের পারিবারিক ভাবে এলাকার উন্নয়নে অবদান আছে। আর আমরা কুরবাননগর ইউনিয়নবাসী আফজল ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। অত্র ইউনিয়নে এখন বিরাজ করছে নির্বাচনি হাওয়া সবাই তাকিয়ে আছে কে হবে আগামীর চেয়ারম্যান।
মোঃ আফজল নূর বলেন, ২৮ নভেম্বর অনুস্ঠিত হবে কুরবাননগর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমাকে ২৮ তারিখ সকলের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমি কথা দিচ্ছি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে কুরবাননগর ইউনিয়নের সকল উন্নয়নমূলক করে যাবো ইন্সাল্লাহ।