ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি'র গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২১, 9:01 PM

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২১, 9:01 PM

ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি'র গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)ঃ
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নওশেল আহমেদ অনি'র গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ ১০ নং ওয়ার্ডের এলাকাবাসী আয়োজনে গত ২৬ নভেম্বর শুক্রবার বিকালে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু। প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আজকে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আমার স্নেহধন্য ছোট ভাই নওশেল আহমেদ অনি'র গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদেরকে বলতে চাই, মহানগর ছাত্রলীগ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অনি'র হাতে অর্পণ করা হয়েছে, তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম।ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ শহর শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ,স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তাফসির আলম রাহাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র ১ আসিফ হোসেন ডন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল আলম, বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি আহসান হাবিব আজাদ, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম খোকন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল মিন্টু, ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আল- আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা ও মহানগর
আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দর্শকদের উদ্দেশ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন শিরোনামহীন ও ফকির সাহেব।