ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

চাটখিলে ১৪মামলার ২ আসামীকে অস্ত্রসহ গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৭ নভেম্বর, ২০২১,  8:43 PM

news image


নোয়াখালীর চাটখিল থানা পুলিশ আজ শনিবার (২৭ নভেম্বর) বিকেলে গোপান সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের মাষ্টার মাইন্ড ও অস্ত্রধারী ১৪মামলার আসামী ফুয়াদ হোসেন সৈকত (২৭) কে তার চাটখিল পৌরসভার দশানীটবগা’র বসত ঘর থেকে গ্রেফতার করে। এসময় সৈকতের সহযোগি ৯ মামলার আসামী মামুন হোসেন (৩০) কে সৈকতের ঘর থেকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, সৈকত আন্ত জেলা মোটর সাইকেল চোর চক্রের মাষ্টার মাইন্ড এমন সংবাদ পেয়ে চাটখিল থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে দশানীটবগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সৈকত কে গ্রেফতারের চেষ্টা করলে সেখানে তার সহযোগি মামুনকেও পাওয়া যায়। এসময় তারা পুলিশের উপর প্রথমে হামলা পরে নিজেরা আত্মহত্যা করার ভয়ভীতি দেখান। পুলিশ সুকৌশলে তাদেরকে গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি, ২টি শর্ট গান কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি চাকু, ২টি চোরাই কাজে ব্যবহৃত স্ক্রু ড্রাইভার, ৩টি বিভিন্ন সাইজের প্লাস, ১টি ড্রিল মেশিন, ২টি ড্রিল মেশিনের স্ক্রু উদ্ধার করে। চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের আজ শনিবার সন্ধ্যার পরে তার কার্যালয়ে সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিংয়ে জানান, আমি থানা পুলিশের একটি টিম নিয়ে দশানীটবগায় অভিযান চালিয়ে ১৪ মামলার আসামী সৈকতকে গ্রেফতার করতে গেলে সেখানে তার সহযোগি ৯ মামলা আসামী মামুন কেও পাই। মামুন প্রথমে পুলিশের উপর হামলার ও পরে নিজে আত্মহত্যার হুমকি দেয়। এক পর্যায়ে মামুন এক বিল্ডিং থেকে অন্য একটি টিনের ঘরের চালের উপর লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সে চাল ভেঙ্গে মাটিতে পড়ে যায়। আমাদের টিমের সঙ্গে থাকা শহিদ উল্যাহ (৩৫) গ্রাম পুলিশ তাকে জড়িয়ে ধরে আটক করলে সে গ্রাম পুলিশকে নিয়ে পুকুরে লাফ দেয় এবং গ্রাম পুলিশকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্স মামুনকে আটক করে গ্রাম পুলিশ শহিদ উল্যাহ’র প্রান বাচাঁয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা হয়েছে। আগামীকাল রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান