ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তানোরে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে ডায়রিয়া রোগী

#

২৭ নভেম্বর, ২০২১,  5:23 PM

news image

                               

রাজশাহীর তানোরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে উপজেলায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তানোরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভর্তি করা হচ্ছে।



শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে ডায়রিয়া রোগীদের ভিড়। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ১টি শয্যা রয়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর জন্য। জনবল সংকটের ফলে রোগী সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তবে পর্যাপ্ত খাবার স্যালাইনসহ অন্য চিকিৎসাসামগ্রী মজুত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


ডায়রিয়া আক্রান্ত রোগীর স্বজন রায়হান আলী বলেন, গত রাতে তাঁর বড়ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করানো হয়। এখন তাঁর ভাইয়ের অবস্থা কিছুটা ভালো।


মুন্ডুমালা পৌর এলাকা থেকে আসা এক রোগীর স্ত্রী সম্পা বলেন, পরশু রাতে স্বামীকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এখন তাঁর স্বামী অনেকটাই সুস্থ।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক সকালের সময় পত্রিকাকে জানান, হাসপাতালে ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগী বেশি। প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩-৪ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান