ঢাকা ১৫ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

কুড়িগ্রামে ভোটগ্রহণের দুই দিন আগে নৌকা প্রতী‌কের প্রার্থীকে ‌বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

২৬ নভেম্বর, ২০২১,  1:57 PM

news image


আদাল‌তের নি‌র্দেশনা অনুযা‌য়ী প্রতিপ‌ক্ষের প্রার্থিতা বা‌তিল হওয়ায় তৃতীয় ধা‌পের ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ভোটগ্রহণের দুই দিন আগে কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার কাঁঠা‌লবাড়ী ইউ‌নিয়‌নে আওয়ামী লীগ ম‌নো‌নীত নৌকা প্রতী‌কের প্রার্থীকে ‌বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হ‌য়ে‌ছে। 


বৃহস্প‌তিবার (২৫ ন‌ভেম্বর) রা‌তে রিটা‌র্নিং কর্মকর্তা ও উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান এ ঘোষণা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রা‌কিব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।


‌রিটা‌র্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামী ২৮ ন‌ভেম্বর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নের তৃতীয় ধা‌পে কাঁঠালবাড়ী‌তে ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে। ইউ‌নিয়নে চেয়ারম‌্যান প‌দে আওয়ামী লীগ সম‌র্থিত রেদওয়ানুল হক দুলাল নৌকা প্রতী‌কে এবং স্বতন্ত্র প্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল হক ঘোড়া প্রতীক নি‌য়ে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছি‌লেন। বাছাই প‌র্বে আব্দুল হ‌কের ম‌নোনয়নপত্র বা‌তিল ঘোষণা ক‌রেন রিটার্নিং কর্মকর্তা। প‌রে আ‌পি‌লেও এই আদেশ বহাল থাক‌লে উচ্চ আদাল‌তে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করেন আব্দুল হক। 



প্রতীক বরাদ্দ নি‌য়ে প্রচারণা চা‌লি‌য়ে মাঠ ধ‌রে রাখ‌লেও সু‌প্রিম কো‌র্টের আপিল বিভা‌গের চেম্বার জজ আদাল‌তের আ‌দে‌শের পরিপ্রেক্ষি‌তে আব্দুল হ‌কের নির্বাচ‌নে অংশগ্রহ‌ণের আইনত বৈধতা নেই ব‌লে জানায় নির্বাচন ক‌মিশন। ফ‌লে বৃহস্প‌তিবার রা‌তে আব্দুল হ‌কের প্রার্থিতা বা‌তি‌লের ঘোষণা দি‌য়ে গণ‌বিজ্ঞ‌প্তি জা‌রি ক‌রেন রিটা‌র্নিং কর্মকর্তা। একই সঙ্গে নৌকা প্রতী‌কের প্রার্থী রেদওয়ানুল হক দুলাল‌কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।


‌রিটা‌র্নিং কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান ব‌লেন, নির্বাচন ক‌মিশ‌নের নি‌র্দেশনা অনুযায়ী ‌কাঁঠালবাড়ী ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে বৈধ প্রার্থী‌কে ‌বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হ‌য়ে‌ছে। ত‌বে নির্ধা‌রিত তা‌রি‌খে সাধারণ সদস‌্য ও সংর‌ক্ষিত আস‌নে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল