ঢাকা ১৫ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

তাহিরপুরে পাওনা টাকা চাইতে গেলে এক প্রবাসীরা স্ত্রীকে মারধর

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

২৫ নভেম্বর, ২০২১,  3:25 PM

news image


সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পাওনা টাকা চাইতে গেলে রীনা আক্তার (২৯) নামের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গত (২২ নভেম্বর সোমবার) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের। রীনা আক্তার কামড়াবন্দ গ্রামের সৌদি আরব প্রবাসী আমির হোসেনের স্ত্রী। এ ঘটনায় রীনা আক্তার বাদী হয়ে গতকাল বুধবার (২৪ নভেম্বর)  বিকালে কামড়াবন্দ গ্রামের মৃত ওয়াহেদ মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩৫), রাসেল মিয়া(২৭) এর নাম উল্লেখ করে এবং ৩ জনকে গং রেখ তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, রীনা আক্তারের স্বামী আমির হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসে থাকে সোহাগ মিয়া ও রাসেল মিয়ার নিকট টাকা পাঠালে দেশে থাকা আমির হোসেনের স্ত্রী রীনা আক্তার তাদের সাথে স্বামীর পাঠানো টাকা দেয়া নেয়া করে। এই সুবাদে ৫/৬ বছরে রাসেলের নিকট ১৬ লাখ ও সোহাগের নিকট ১ লক্ষ টাকা পাওনা রয় আমিরের স্ত্রী রীনা আক্তার।  কিন্ত রীনার পাওনা টাকা চাইলেই বেশ কয়েক মাস যাবত ওই পাওনা টাকা দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকে এবং টাকা না চাওয়ার জন্য বিভিন্ন হুমকি ধামকিও দিয়ে আসছে রাসেল ও সোহাগ।  এই ধারাবাহিকতায় গত (২২ নভেম্বর সোমবার) দুপুরে প্রবাসীর স্ত্রী রীনা আক্তার তার পাওনা টাকা চাইতে সোহাগ ও রাসেলের বাড়ির পার্শবর্তী তাহের মিয়া বাড়িতে যাওয়া মাত্রই সোহাগ ও রাসেল রীনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ টাকা পায়না বলে হুমকি দিতে থাকে।  রীনা তার প্রতিবাদ করতেই সোহাগ ও রাসেল সহ আরও ২/৩ জন মিলে  কিল ঘুষি সহ লাঠি লাঠিসোঁটা নিয়ে রীনাকে এলোপাতাড়ি মারধর করে রীনার হাতে,পায়ে, উরুতে, পিঠে, মাথ ও শরীরের বিভিন্ন স্থানে চেছা ও নীলা ফুলা জখম করে আহত করে। এ সময় আহত রীনার ডাকা চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা শেষে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে গতকাল (২৪ নভেম্বর)  বুধবার বিকালে তাহিরপুর থানায় রীনা আক্তার বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ও ৩ জনকে গং রেখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 


অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল