ঢাকা ১৫ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

সার্বিক ভাবে দেশের উন্নয়ন হচ্ছে তা অব্যাহত রাখাতে সবার সহযোগিতা চাই- বিভাগীয় কমিশনার

#

২৫ নভেম্বর, ২০২১,  3:07 PM

news image


সিলেট বিভাগের কমিশনার ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, দেশ এখন উন্নয়নের মহা সড়কে আছে।  সার্বিক ভাবে দেশের উন্নয়ন হচ্ছে, তা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দরকার। উন্নয়নের জন্য জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে খুব শীঘ্রই উন্নয়ন শীল দেশে পরিণত হবে । সুনামগঞ্জ থেকে উড়াল সড়ক নেত্রকোনার সাথে সংযুক্ত হলে হাওরাঞ্চলের চেহারা পাল্টে যাবে অর্থনৈতিক ভাবে আরো সমৃদ্ধ হবে। যেহেতু হাওর নির্ভর এলাকা তাই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। চলমান ফসল রক্ষাবাঁধের কাজ গুণগত মান ঠিক রেখেই করতে হবে এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভাবে মনিটরিং জোরদার করার আহ্বান জানান।  সরকারী কর্মকর্তা কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান। 

২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত বিভাগীয় কমিশনার সুনামগঞ্জ জেলা পর্যায়ের কর্ম কর্তা  জন প্রতিনিধিদের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময়ের সময় এসব কথা বলেন।  সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট , পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ  ,অতিরিক্ত জেলা প্রশাসক তামীম ইয়ামিন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক ফরিদুল হাসান, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রামাণিক, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, ডেপুটি সিভিল সার্জন ডা আশরাফুল হক, সাবেক সংসদ সদস্য শাহানা রাব্বানী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সহ নানা শ্রেণী পেশার মানুষ।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল