ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

এবার কানলায় গঙ্গায় কুমীরের দেখা, কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের

#

২৪ নভেম্বর, ২০২১,  6:47 PM

news image


গত দুই দিন আগে পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলা ও নদীয়া জেলার কাছাকাছি হুগলির গঙ্গা নদীর তীরে হঠাৎ দেখা গেছে একটি বিশাল কুমীর। যা নিয়ে পশ্চিম বাংলার বন দপ্তর কে খবর দেওয়া হয়। তার পর ফের কুমিরের দেখা মিলল কানলায় গঙ্গায় তীরে। স্হানীয় বাসিন্দাদের মধ্যে বহু মানুষ এই কুমীর টি কে ডাঙ্গায় উপর উঠে রোধ পোয়াতে দেখতে পান। হইচই পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তর কে কিন্তু তাদের আসার আগে গঙ্গায় নেমে যায় এই কুমীর টি। অনুমান করা হচ্ছে এই কুমীর টির গন্তব্য রয়েছে হুগলি নদীর তীর বরাবর এলাকায়। নদীয়া জেলার কিছু যায়গায় ঘুরে বেড়ায় এবং হুগলি নদীর তীরে অবস্হান করাতে বহু মানুষ ভয়ে গঙ্গায় স্হান করতে যেতে ভয় পাচ্ছেন। এবং ছোট নৌকা ও তেলেডাঙা নিয়ে নদীতে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে হচ্ছে ধীবরদের। তবে কি কারণে এই কুমীর গঙ্গায় প্রবেশ করেছে এবং কোথায় থেকে আসলো তা কেউ অনুমান করতে পারছে না। তবে ধারণা করা হয়েছে যে বিগত ভারী বর্ষায় সব ডুবে যায়। সেই সময় হয় সুন্দর বন নতুবা ভারতের মধ্য প্রদেশ ও ঝাড়খণ্ড রাজ্যের বা উড়িষ্যার কোন নদী নালা থেকে এখানে এসে পড়েছে। তবে কুমীর টির ধরার জন্য বন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান