ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র'র কিরাত বাংলার চট্টগ্রাম ইতিহাস সম্মিলন অনুষ্ঠিত

#

২৪ নভেম্বর, ২০২১,  12:08 PM

news image


চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে কিরাত বাংলা (লিটল ম্যাগাজিন) ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী, ইতিহাস ও মনীষী  গ্রন্থের প্রকাশনা,ও চট্টগ্রাম ইতিহাস সম্মিলন-'২১  দি পেনিন্সুয়ালা চিটাগাং এ ২২ নভেম্বর, সন্ধ্যায় লায়ন দুলাল কান্তি বড়ুয়া'র সভাপতিত্বে অনুষ্টিত হয়। প্রধান  অতিথির আসন অলঙ্কৃত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উদ্বোধক ছিলেন অধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ, মূখ্য আলোচক  এডভোকেট মুকুল কান্তি দেব, সম্মানিত অতিথি বৌদ্ধ নেতা রাখাল চন্দ্র বড়ুয়া, সম্মানিত আলোচক ছিলেন যথাক্রমে ড. খান মোঃ সেলিম উদ্দিন, ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, ড. সংঘপ্রিয় মহাথের, শ্রীমৎ লোকজিৎ থের, অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, ড. সবুজ বড়ুয়া শুভ, অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, এডভোকেট মোছাহেব উদ্দিন, ব্যাংকার সিএসকে সিদ্দিকী, ইতিহাসবেত্বা তৌফিকুল ইসলাম, অধ্যাপক জিতেন্দ্র লাল, সাংবাদিক একেএম  ইউসুফ, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, অধ্যপিকা স্মৃতি বড়ুয়া, ইতিহাস গবেষক আবদুর রহিম, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, লেখক ডাঃ বরুন কুমার আচার্য। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবিদ সোহেল মোঃ ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথেরকে (মরণোত্তর) সহ ১২জন বরেণ্য ব্যক্তিকে "সোনার মানুষ" অভিধায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত করেন বেলাল হোসেন, পবিত্র ত্রিপিটক পাঠ করেন শ্রীমৎ দীপানন্দ স্থবির। সম্মিলনে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবি, লেখক, গবেষক, ইতিহাসবিদ, শিক্ষাবিদ, কবি সাহিত্যিকগণ তাঁদের বক্তব্যে বলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের পাশাপাশি সকলকে শেখড়ের সন্ধানে ইতিহাস ঐতিহ্যকে অন্তরে ধারণ ও অনুশীলনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তথ্য সমৃদ্ধ ইতিহাসকে বর্তমানের সাথে অতীতকে প্রাসঙ্গিক করে তোলাসহ গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রস্থাবনা পেশ করেন। এছাড়াও আলোকোজ্জ্বল মান্যজন ও সুধীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান অনন্য মাত্রায় রূপ নেয়। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান