ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তাহিরপুরে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় গৃহবধূকে মারধর থানায় অভিযোগ

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

২৩ নভেম্বর, ২০২১,  3:37 PM

news image


তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীতে পাড় কেটে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু সন্ত্রাসীদের হাতে  ফিরুজা বেগম (৩০) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূকে মারধরের ঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুল লতিফ (৩৯) আজ সকালে বাদী হয়ে মোদেরগাও গ্রামের খছরু মিয়া ওরুপে ফর্ছা মিয়ার ছেলে বালু সন্ত্রাসী মনির মিয়া(২৫) তার ভাই জাকির মিয়া(২২), ওহেদ মিয়ার ছেলে নুরুজ্জামান (২৮) আলফু মিয়ার ছেলে মানিক মিয়ার নাম উল্লেখ করে আরও ৩  জনকে গং রেখ থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেন। এ ঘটনাটি ঘটেছে আজ (২৩ নভেম্বর)  মঙ্গলবার সকাল ৬ টার সময় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রাম সংলগ্ন আব্দুল লতিফের বসত বাড়ির সামনে জাদুকাটা নদীর তীর। 

থানায় অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে নদীর পাড় কাটার গডফাদার বালু সন্ত্রাসী মনির মিয়া তার ভাই জাকির মিয়া, নুরুজ্জামান, মানিক মিয়াসহ ৮/১০ জনের একটি গ্রুপ দিনেদুপুরে ও রাতের আঁধারে মোদেরগাও সংলগ্ন জাদুকাটা নদীর পাড় কেটে বালু বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ভোর সকালে আব্দুল লতিফের বাড়ির সামনে জাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করে নৌকা ভর্তি করার সময় দেখতে পেয়ে গৃহবধূ ফিরুজা বেগম তাদের বাড়ির সামনে নদীর পাড় কাটতে বাধ নিষেদ করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে জাকিরের হাতে থাকা লোহার রড দিয়ে ফিরুজার মাথায় আঘাত করে। এবং মনির,নুরুজ্জামান ও জাকিরসহ উপস্থিত বালু সন্ত্রাসীদের তাদের হাতে থাকা লোহার রড, বেলছা ও বাঁশের দিয়ে এলোপাতাড়ি  মারধর শুরুকরে গৃহবধূ ফিরুজাকে রক্তাক্ত গুরুতর আহত করে।  এ সময় ফিরুজার ডাক চিৎকারে ফিরুজার স্বামী আব্দুল লতিফ এগিয়ে এলে বালু সন্ত্রাসীরা তাকেও মারধর করে ফেলে রেখে চলে যায়।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফিরুজার স্বামী আব্দুল লতিফকে স্থানীভাবে চিকিৎসা দেয়ে এবং গৃহবধূ ফিরুজাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। 

এ বিষয়ে মামলার তদন্তকরি এ এস আই শহিদুল ইসলাম বলেন, আমি ঘটনার স্থলে আছি। অভিযোগের তদন্তপূর্বক সত্যতা ফেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান