ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ঠাকুরগাঁওয়ে কিশোরের বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

#

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

২৩ নভেম্বর, ২০২১,  1:14 PM

news image


ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ঘুন্টি এলাকার রেললাইনের ৪৭৯.০ কিমিতে লাইনের সংযোগ প্রায় ৮ ইঞ্চি ভেঙ্গে গেছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস যাওয়ার সময় এই লাইনটি ভেঙ্গে যায়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে ট্রেন লাইন দিয়ে ৪ বন্ধুসহ হাঁটছিল মাসুদ রানা (১৫)। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো রেললাইনের ভাঙ্গা অংশ। বাড়ির পাশে রেললাইন হওয়ায় সে জানে একটু পরেই চলে আসবে ট্রেন। দেখামাত্রই দৌড়ে খবর দিলেন রেললাইনের গেটম্যানকে।

রেললাইনের গেটম্যান এসে মাসুদসহ লাল পতাকা উড়িয়ে আটকালেন কাঞ্চন ট্রেনটি। কিশোর মাসুদ রানা চিলারং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

কিশোর মাসুদ রানা জানায়, ‘আমরা কয়েকজন বন্ধুমিলে রেললাইন দিয়ে হাঁটছিলাম। দেখি রেললাইন ভাঙ্গা, সাথে সাথেই দৌড়ে গিয়ে বিষয়টি গেটম্যানকে জানাই। এইরকম একটি কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’

কর্মরত গেটম্যান আজিজুল ইসলাম বলেন, ‘মাসুদ খবর দেওয়ার পরে আমরা কাঞ্চন ট্রেনটি আটকাই। আমি আমার ঊর্ধ্বতন কর্মকতা কল দিয়ে বিষয়টি অবহিত করি। তারা এসে বিষয়টি জেনে কাঞ্চন ট্রেন পার করে দেওয়া হয়।’

মাসুদ বিষয়টি না জানালে বড় একটি দুর্ঘটনা ঘটতে পারতো। সে যে কাজটি করছে সেটা প্রশংসনীয়। তার এই মহৎ কাজের জন্য ঝুঁকি থেকে ট্রেন ও যাত্রীগুলো নিরাপদে যেতে পারলো।

স্থানীয় রেজাউল করিম বলেন, আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি ট্রেন আটকে আছে সামনে কিছু লোক। দেখামাত্রই আমরা সেখানে গিয়ে দেখি রেললাইনের কিছু অংশ ভেঙ্গে গেছে। মাসুদ আমাদের এলাকার সন্তান, সে যে কাজটি করেছে সেটি প্রশংসনীয়।

সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার,(রেলওয়ে) ঠাকুরগাঁও জনাব আব্দুল মতিন, ঘটনাস্থল প্রদর্শন করে জানান, মাসুদ আমাদের গেটম্যানকে এসে বিষয়টি অবগত করার সাথেই আমাদের লোকজন সেখানে যান। আটকে থাকে ৪২ কাঞ্চনকে ভাঙ্গা রেল ও স্লিপারের সাহায্যে পার করার নির্দেশ দেন।

এছাড়া কাঞ্চন চলে যাবার পর ৭০৫ একতা আসার আগেই লাইন ঠিক করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।


logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান