তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর, ২০২৫, 9:08 PM
নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর, ২০২৫, 9:08 PM
তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রাজধানীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স এর উদ্যোগে বৃহস্পতিবার (০৯ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় মিরপুর কাফরুল থানাধীন ফুড বাংলো রুফটপ রেস্টুরেন্টে এই সভা হয়।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জু। তিনি তার বক্তব্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং এর প্রচার ও প্রসারে অনলাইন অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: ইয়াসিন আলী। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই কঠিন সময়ে তারেক রহমানের দূরদর্শী ৩১ দফা দেশের মানুষের কাছে পৌঁছানো জরুরি। সাইবার ফোর্সকে এই বার্তা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে হবে। সরকারের দমন-পীড়ন সত্ত্বেও ডিজিটাল প্ল্যাটফর্মে সাহসী ভূমিকা রাখার জন্য তিনি অনলাইন কর্মীদের ধন্যবাদ জানান।”
মতবিনিময় সভাটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: মামুন রানা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের ৩১ দফা হলো ভবিষ্যৎ বাংলাদেশের রোডম্যাপ। এটি কেবল দলের এজেন্ডা নয়, এটি দেশ ও জনগণের মুক্তির দলিল। এই দফাসমূহ নিয়ে অনলাইন কর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।”
সভায় বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন যে দেশের অর্থনীতি, গণতন্ত্র ও মানবাধিকার বিপর্যস্ত। তাদের মতে, এই পরিস্থিতিতে ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। বক্তারা অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় থেকে দলের আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করার ওপর জোর দেন।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা একমত হন যে অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে এই ৩১ দফার পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি করা সম্ভব এবং এই লক্ষ্য অর্জনে তারা সকলে একযোগে কাজ করবেন।