জুড়ীতে ছাত্রদল নেতা সোহেল বাহিনীর হাতে পুলিশের এসআই লাঞ্ছিত: থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৫, 7:59 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৫, 7:59 PM
জুড়ীতে ছাত্রদল নেতা সোহেল বাহিনীর হাতে পুলিশের এসআই লাঞ্ছিত: থানায় মামলা
মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল বাহিনীর হাতে জুড়ী থানার পুলিশের এক এসআই লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাছিরপুর এলাকায় ঘটেছে। এঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমেদের ছোট ভাই আব্দুল মুহিত রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টহল চলাকালে জুড়ী থানার এসআই সামসুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল বাহিনীর কয়েকজন সদস্য ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ছাত্রদল নেতা সোহেল আহমেদের ভাই আব্দুল মুহিত রাজু (২৭) এবং এনামুল ইসলাম (৩৫) সহ সোহেল বাহিনীর আরো বেশ কয়েকজন সদস্য পুলিশের ওপর চড়াও হয়ে এসআই সামসুজ্জামানকে আঘাত করে। এতে তিনি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
পরে জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদের ভাই রাজুকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এসআই সামসুজ্জামান বাদী হয়ে সরকারি কাজে বাঁধার অভিযোগে মামলা দায়ের করেন।
এবিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদের বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাঁধা দানের অভিযোগের মামলায় রাজুকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন বলেন, পুলিশের সরকারিকাজে বাঁধা দেওয়ায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
উল্লেখ্য, ৫ আগস্টের পর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল অনেকটা বেপরোয়া হয়ে উঠেন। উপজেলা প্রশাসন থেকে শুরু করে সর্বত্র সোহেল বাহিনীর আধিপত্য বিস্তার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বেপরোয়া সোহেলের বিতর্কিত কর্মকাণ্ডে খোদ বিএনপির নেতারা ক্ষোভ জানিয়েছেন। অবিলম্বে বিতর্কিত এ ছাত্রদল নেতার বহিষ্কার জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।