'দলীয় ক্ষমতার ছায়ায়' কুলাউড়ার ত্রাস উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট, ২০২৫, 5:21 PM
নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট, ২০২৫, 5:21 PM
'দলীয় ক্ষমতার ছায়ায়' কুলাউড়ার ত্রাস উজ্জ্বল
কুলাউড়া শহরে একসময় উজ্জ্বল নামে এক ব্যক্তি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেনুর ছত্রছায়ায় তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। একসময় জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, পরে আওয়ামী লীগের নেতাদের সান্নিধ্যে আসেন এবং বিভিন্ন অপরাধ থেকে রেহাই পান।
অভিযোগ রয়েছে, উজ্জ্বল পরিবহন শ্রমিক, সিএনজি চালক, ফুটপাতের সবজি ও ফল বিক্রেতাসহ বাঁশ বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। এছাড়া, থানায় তার আধিপত্য ছিল এবং অসহায় মানুষদের ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও শোনা গেছে। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগ নামের একটি সংগঠনের সভাপতি ছিলেন এবং দলের সভাপতির 'রাইট হ্যান্ড' হিসেবে পরিচিত ছিলেন, যার কারণে বিভিন্ন অপরাধ করেও পার পেয়ে যেতেন।
সম্প্রতি তিনি হঠাৎ বিদেশে পাড়ি জমিয়েছেন। কুলাউড়ার সাধারণ মানুষ তার অপকর্মের বিচার দাবি করেছে।