ঢাকা ৩১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৫,  10:23 PM

news image

দিনভর থানা, হাসপাতাল, রেলস্টেশনসহ নানান জায়গায় খোঁজাখুঁজি করা হয় অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে। অবশেষে গতকাল সন্ধ্যায় জানা যায়, তার বাবা বাসায় ফিরেছেন। তবে তার কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন কিছুই জানাননি পরিবারকে।
প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘সারা দিন আব্বুকে খুঁজেছি। তার চিন্তায় পরিবার ও আত্মীয়স্বজন সবাই ভীষণ অস্থির হয়ে ছিল। বাবা ফিরে এসেছে, এখন স্বস্তি লাগছে। কিন্তু আব্বুর কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন, জানতে চাইলে কিছুই বলেননি। আমরাও বেশি চাপ দিইনি। হয়তো পরে সব বলবেন। আব্বুকে ফিরে পেয়েছি, এতেই শুকরিয়া।’
গত (১৮ জুলাই) শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন অভিনেত্রী প্রসূনের বাবা। ফেসবুকে সে ঘটনা জানিয়েছিলেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে তিনি লেখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।’
প্রসূনের বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তার নাম আজাদ হোসেন। তার পরিবারের কাছে জানতে চাওয়া হয়, তার বাবার সঙ্গে কি কারও বিরোধ আছে? প্রসূন আজাদ বলেন, ‘আমার আব্বুর কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে যে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ।’
প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় অভিনয় করেছেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। দুই সন্তানের মা প্রসূন এখন সংসারে মনোযোগ দিয়েছেন।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল