ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৫,  10:23 PM

news image

দিনভর থানা, হাসপাতাল, রেলস্টেশনসহ নানান জায়গায় খোঁজাখুঁজি করা হয় অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে। অবশেষে গতকাল সন্ধ্যায় জানা যায়, তার বাবা বাসায় ফিরেছেন। তবে তার কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন কিছুই জানাননি পরিবারকে।
প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘সারা দিন আব্বুকে খুঁজেছি। তার চিন্তায় পরিবার ও আত্মীয়স্বজন সবাই ভীষণ অস্থির হয়ে ছিল। বাবা ফিরে এসেছে, এখন স্বস্তি লাগছে। কিন্তু আব্বুর কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন, জানতে চাইলে কিছুই বলেননি। আমরাও বেশি চাপ দিইনি। হয়তো পরে সব বলবেন। আব্বুকে ফিরে পেয়েছি, এতেই শুকরিয়া।’
গত (১৮ জুলাই) শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন অভিনেত্রী প্রসূনের বাবা। ফেসবুকে সে ঘটনা জানিয়েছিলেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে তিনি লেখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।’
প্রসূনের বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তার নাম আজাদ হোসেন। তার পরিবারের কাছে জানতে চাওয়া হয়, তার বাবার সঙ্গে কি কারও বিরোধ আছে? প্রসূন আজাদ বলেন, ‘আমার আব্বুর কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে যে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ।’
প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় অভিনয় করেছেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। দুই সন্তানের মা প্রসূন এখন সংসারে মনোযোগ দিয়েছেন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান