ঢাকা ১১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
'দলীয় ক্ষমতার ছায়ায়' কুলাউড়ার ত্রাস উজ্জ্বল কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের ধূসর আম্পানের প্রকল্প পরিচালক রফিকুল হাসান দুদুকে মামলা থাকা সত্ত্বেও এখনো বহাল তবিয়তে দুদকের মামলার পরেও রেলের কর্মকর্তাদের পদোন্নতি অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

একটি ছোট্ট চাওয়া, ১৪ বছরে পূর্নতা

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২২ নভেম্বর, ২০২১,  7:43 PM

news image


ঠাকুরগাঁও শহরে একটা শিশু পার্ক হচ্ছে, এটি খুবই আনন্দের বিষয়। তত্বাবধায়ক সরকারের সময় আব্দুল্লাহ আল মামুন যখন ডিসি, তখন এই কার্যক্রমটা শুরু হয়েছিল।  ২০০৭ থেকে ২০২১। ঠাকুরগাঁওয়ের মানুষের খুবই ছোট এক চাওয়া পাওয়ার বাস্তবায়ন শুরু করতে ১৪ বছর লাগলো। 


যা হোক আমাদের প্রত্যাশা হলো কাজটা যেন বন্ধ না হয়। তবে একটা বিষয় আমাদের ভালো লাগছেনা তা হলো শিশুপার্কের গেটের দু-পাশে দোকান তৈরি করা হচ্ছে। দোকানের জন্য মেইন গেটটা ঢেকে গেছে। এই দুটি দোকান হয়তো কারো কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তবে শিশু পার্কের এন্ট্রির শো-টা একেবারেই নষ্ট করবে। পার্ক চালু হলে মানুষজন গাড়ী ঘোড়া নিয়ে আসবে, এই সব গাড়ী কোথায় পার্ক করা হবে ?


জায়গাটাতো মনে হয় সরকারের। এই জায়গার মালিকানা যাদের তারা এবং যারা শিশু পার্ক করার মতো মহৎ কাজ করছেন তারা এই সর্বনাশের কাজটিতে কেন অনুমোদন দিয়েছেন এখনই না ভাবলে মাসুল দিতে হবে পরে। 


অন্য কোন জায়গায় রাস্তার ধারে কোন কাজ করতে চাইলেই জেলা পরিষদ তাদের মালিকানার বিবরণ সম্পর্কিত বিলবোর্ড টানিয়ে দেয়। এই জায়গাটা বোধহয় জেলা পরিষদের নয়। তাহলে কি সড়ক ও জনপথের ? তারাও বিষয়টা দেখছেনা কেন? চা পানি খাওয়ার দোকান থাকা দরকার তবে তা গেটে নয়, ঝুপরি নয়, অবশ্যই মার্জিত এবং সুদৃশ্য হতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি এখনি বিবেচনায় নিলে ভালোই হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান