আমিনবাজার ফাঁড়ি পুলিশের তাড়ায় ট্রাক চাপায় যুবক নিহত ঘটনায় হয়নি ইউডি মামলা
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৫, 1:37 PM

নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৫, 1:37 PM

আমিনবাজার ফাঁড়ি পুলিশের তাড়ায় ট্রাক চাপায় যুবক নিহত ঘটনায় হয়নি ইউডি মামলা
:গত ১০ই জানুয়ারি বুধবার দিবাগত রাত আনুমানিক বারোটায় সন্দেহভোজন কিশোরকে তল্লাশি করতে ধাওয়া দেয় সাভারের আমিনবাজার ফাঁড়ি পুলিশের টহলরত সদস্যরা। ভয় পেয়ে ওভারব্রীজ সংলগ্ন মফিদ ই আম স্কুলের দিকে দৌড়ে যাওয়ার প্রক্কালে বিপরীত পাশ থেকে আশা ট্রাকের সামনে পড়ে ঘটনাস্থলে মারা যান মুরাদ(১৫) নামের কিশোর। আমিনবাজারের বড়দেশি এলাকার ভাড়াটিয়া বলে জানা যায়। স্থানীয় বালুর ঘাটের লেবার হিসেবে কাজ করতেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ঘটনার সময় ডিউটিরত এএসআই নৃপন কুষ্টা ও তার সঙ্গীও টহলদল আটকে জিজ্ঞাসার সময় ভয় পেয়ে পালানোর চেষ্টা কালে হৃদয়বিদারক এমন ঘটনা ঘটে। এ ব্যাপারে জানতে চাইলে ফাঁড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর ফয়সাল বলেন ঘটনার সময় আমি ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছিলাম। এসআই নৃপন কুষ্টা ডিউটিতে তার সাথে কথা বলেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে সংক্ষুব্ধ জনতা পুলিশকে আটকে রেখে প্রতিবাদ করতে দেখা যায়। ঘটনাটি ফেসবুক লাইভসহ বিভিন্ন জন মোবাইলে চিত্র ধারণ করতেও দেখা গেছে। জানতে চাইলে এএসআই নৃপন কুষ্টা বলেন জিজ্ঞাসাবাদ বা নির্যাতনের কোন বিষয় জানিনা। জানতে পেয়ে ১০ মিনিটের ভিতর পৌছায় যেহেতু কেউ অভিযোগ করেনি তাই মামলা হয়নি। পরিবারের দাবি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা ও মামলা না হওয়াই কষ্ট আরো বেড়েছে। অভিযোগ বিষয়ে বিস্তর জেনে ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন সাভার মডেল থানা অফিসার ইনচার্জ জুয়েল মিয়া।